
স্টাফ রিপোর্টার
ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর উদ্যোগে মহান বিজয় দিবস
উপলক্ষে আলোচনা সভা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ এর
সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আব্দুল মান্নান এর সঞ্চালনায় ১৬ই ডিসেম্বর মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় চট্টগ্রাম বড়পোল এ অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক
সম্পাদক, মাওলানা মোঃ ইব্রাহিম খলিল পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা করেন। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন।
অর্থ সম্পাদক, মোঃ জামাল উদ্দিন।
যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম।
সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোঃ ফারুক আহম্মেদ। সিনিয়র সহ-সভাপতি এনাম এলাহী চৌধুরী। সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম খোকন। সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। জাগ্রত যুব তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি
মোঃ জয়নাল আবেদীন।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মনজুর আহম্মেদ,
আব্দুল্লাহ আল মামুন। মহিলা বিষয়ক সম্পাদিকা
খালেদা আক্তার, সদস্য গোলাম মোস্তফা,
মোঃ আবদুল্লাহ বিন সাকিব, মোঃ আহসান উল্লাহ
প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস আমাদের অহংকার। ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধা নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন আমি তাদের বিনম্র শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি।
বিজয়ের ৫৪ বছর পেরিয়ে গেলেও আজও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। আমি বিশ্বাস করি নতুন প্রজন্ম যেমন বাংলাদেশ দেখতে চায়, আগামীতে যারা বাংলাদেশের ক্ষমতায় আসবে তারা জনগণের পালস বুঝে রাষ্ট্র পরিচালনা করবে।
সভার সভাপতি, দেশ ও জাতির মঙ্গল এবং ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ, মহান মুক্তিযুদ্ধে শহীদ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ও ২৪ এর জুলাই, আগস্ট এ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ মোনাজাত করে, সভায় উপস্থিত সবাইকে দুপুরের খাবার গ্রহণ করার আমন্ত্রন এবং সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 






















