
টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)
বিএনপি’র রাজনীতি দিয়ে প্রথম সাংসদ হয়ে চার চার বার দল পরিবর্তন করে পুনরায় বিএনপি’তে ফিরে এলেন ড. রেদোয়ান আহমেদ । বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি’ চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’তে যোগদানের ঘোষণা দেন তিনি। এর আগে তিনি এলডিপি’র মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন।
যোগদানের পর বেলা ২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিএনপি’তে গ্রহণ করেন । পাশাপাশি বিএনপি মহাসচিব কর্ত্তৃক স্বাক্ষরিত কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে মনোনয়ন পান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ (টুকু)।
এদিকে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নে মিষ্টি বিতরণ করা হয়েছে। স্থানীয় এলডিপি নেতাকর্মীরাও ড. রেদোয়ান আহমেদ এর যোগদানকে স্বাগত জানিয়ে বিএনপি’র পক্ষে কাজ করার ঘোষণা দেন।
মুক্তির লড়াই ডেস্ক : 

























