ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সামরিক বিধিনিষেধ ভাঙার চেষ্টায় জাপান: বিশ্বজনমতের কড়া নজরদারি Logo বিশ্ব উদ্ভাবন সূচকে শীর্ষ দশে চীন, বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব Logo ঘাটাইলে বিনিময় ও প্রান্তিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ২২ Logo টাঙ্গাইল রংপুর মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত১ Logo বুড়িচংয়ের শিবরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকের মিলন মেলা Logo তাহিরপুর সীমান্ত থেকে ২৪টি ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার Logo গলাচিপায় নদীতে নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার Logo মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ দুই পাচারকারী আটক Logo রাজধানীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে করণীয় বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo নববর্ষ ঘিরে নানচিংয়ে ৬০টির বেশি বাণিজ্য ও পর্যটন অনুষ্ঠান

ঘাটাইলে বিনিময় ও প্রান্তিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ২২

ঘাটাইলে বিনিময় ও প্রান্তিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত ।১২ জনের অবস্থা আশঙ্কাজনক, যান চলাচলে সাময়িক বিঘ্ন ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার হরিপুর এলাকায় ঢাকাগামী বিনিময় পরিবহন ও ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে হরিপুর এলাকায় পৌঁছালে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন।উদ্ধার অভিযান ও আহতদের দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। যৌথ উদ্ধার অভিযানে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।১১ জনকে অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছেগুরুতর আহত ১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপাতালে পাঠানো হয়েছেএছাড়া, বাকি ১০ জন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। তবে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কে দীর্ঘদিন ধরে দ্রুতগতির যানবাহন ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা রোধে সড়কে গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সামরিক বিধিনিষেধ ভাঙার চেষ্টায় জাপান: বিশ্বজনমতের কড়া নজরদারি

SBN

SBN

ঘাটাইলে বিনিময় ও প্রান্তিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ২২

আপডেট সময় ১১:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ঘাটাইলে বিনিময় ও প্রান্তিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত ।১২ জনের অবস্থা আশঙ্কাজনক, যান চলাচলে সাময়িক বিঘ্ন ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার হরিপুর এলাকায় ঢাকাগামী বিনিময় পরিবহন ও ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে হরিপুর এলাকায় পৌঁছালে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন।উদ্ধার অভিযান ও আহতদের দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। যৌথ উদ্ধার অভিযানে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।১১ জনকে অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছেগুরুতর আহত ১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপাতালে পাঠানো হয়েছেএছাড়া, বাকি ১০ জন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। তবে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কে দীর্ঘদিন ধরে দ্রুতগতির যানবাহন ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা রোধে সড়কে গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।