ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চান্দিনায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ Logo সামরিক বিধিনিষেধ ভাঙার চেষ্টায় জাপান: বিশ্বজনমতের কড়া নজরদারি Logo বিশ্ব উদ্ভাবন সূচকে শীর্ষ দশে চীন, বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব Logo ঘাটাইলে বিনিময় ও প্রান্তিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ২২ Logo টাঙ্গাইল রংপুর মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত১ Logo বুড়িচংয়ের শিবরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকের মিলন মেলা Logo তাহিরপুর সীমান্ত থেকে ২৪টি ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার Logo গলাচিপায় নদীতে নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার Logo মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ দুই পাচারকারী আটক Logo রাজধানীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে করণীয় বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

চান্দিনায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)

সদ্য বিএনপি’তে যোগদান করা সাবেক এলডিপি নেতা রেদোয়ান আহমেদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন দেয়ায় ক্ষোভে ফুঁসে উঠছে চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের চান্দিনা বাস স্টেশনে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করে চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় মহাসড়কে বিশাল যানজট সৃষ্টি হয়।

সমাবেশে উপস্থিত বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন- উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূঁইয়া।

বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন – পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান মুন্সী, পৌর যুবদল আহ্বায়ক হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খাঁন, সদস্য সচিব কাইউম খাঁন, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহাবুবুল আলম দোলন, সদস্য সচিব হানিফ মুন্সী প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, পৌরসভা, ১৩টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় বিএনপি চেয়ারপার্সন এর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব পদ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করে রেদোয়ান আহমেদ। একইদিন বেলা ২টায় তাকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। ফলে অপর মনোনয়ন প্রত্যাশী চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল শাওন বঞ্চিত হন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

২০০৬ সালে বিএনপি ছাড়েন রেদোয়ান আহমেদ। ২০০৭ সালে কর্নেল (অব.) অলি আহমেদ এর নেতৃত্বে গঠিত এলডিপি’র মহাসচিব হিসেবে যোগদান করেন তিনি। ২০০৬ এর পর থেকে শাওন এর পিতা খোরশেদ আলম চান্দিনা উপজেলা বিএনপি’র হাল ধরেন।

২০০৮ এর ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন খোরশেদ আলম। ২০১৮ সাল পর্যন্ত আমৃত্যু তিনি চান্দিনা উপজেলা ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর আতিকুল আলম শাওন বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন এর পর থেকে শাওন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে এই আসনের সর্বত্র প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চান্দিনায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

SBN

SBN

চান্দিনায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

আপডেট সময় ০৭:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)

সদ্য বিএনপি’তে যোগদান করা সাবেক এলডিপি নেতা রেদোয়ান আহমেদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন দেয়ায় ক্ষোভে ফুঁসে উঠছে চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের চান্দিনা বাস স্টেশনে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করে চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় মহাসড়কে বিশাল যানজট সৃষ্টি হয়।

সমাবেশে উপস্থিত বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন- উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূঁইয়া।

বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন – পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান মুন্সী, পৌর যুবদল আহ্বায়ক হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খাঁন, সদস্য সচিব কাইউম খাঁন, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহাবুবুল আলম দোলন, সদস্য সচিব হানিফ মুন্সী প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, পৌরসভা, ১৩টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় বিএনপি চেয়ারপার্সন এর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব পদ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করে রেদোয়ান আহমেদ। একইদিন বেলা ২টায় তাকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। ফলে অপর মনোনয়ন প্রত্যাশী চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল শাওন বঞ্চিত হন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

২০০৬ সালে বিএনপি ছাড়েন রেদোয়ান আহমেদ। ২০০৭ সালে কর্নেল (অব.) অলি আহমেদ এর নেতৃত্বে গঠিত এলডিপি’র মহাসচিব হিসেবে যোগদান করেন তিনি। ২০০৬ এর পর থেকে শাওন এর পিতা খোরশেদ আলম চান্দিনা উপজেলা বিএনপি’র হাল ধরেন।

২০০৮ এর ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন খোরশেদ আলম। ২০১৮ সাল পর্যন্ত আমৃত্যু তিনি চান্দিনা উপজেলা ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর আতিকুল আলম শাওন বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন এর পর থেকে শাওন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে এই আসনের সর্বত্র প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।