
টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে ৪টি এবং সহকারী রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে ৫টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদেরই ৩টি।
চান্দিনাতে বিএনপি বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আতিকুল আলম শাওন, জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা মোশারফ হোসেন, খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মাওলানা সোলাইমান খাঁন চান্দিনাতে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মুফতি এহতেশামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী সালেহ সিদ্দিকী কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ চান্দিনায় ২টি ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১টি মনোনয়নপত্র জমা দেন।
চান্দিনায় বিএনপি প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর ২টি মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. কাজী সাখাওয়াত হোসেন, মহিচাইল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শামছুল হক মাস্টার, অধ্যক্ষ আবুল কাশেম, কেরণখাল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবু তাহের, অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া।
স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন এর মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক শাহজাহান সরকার, কামাল হোসেন কাউন্সিলর, পৌর যুবদল আহবায়ক হাজী নূরুল ইসলাম মুন্সি।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। তিনি বলেন- মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আমার কার্যালয়ে ৫টি ও জেলা প্রশাসক কার্যালয়ে ৪টি মনোনয়নপত্র জমা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 





















