
মোঃ জাহিদ, ঝালকাঠি
ঝালকাঠির জেলার রাজাপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে বাড়িতে এসে আত্নহত্যা করেছে।
৩০ ডিসেম্বর মঙ্গলবার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন এর ভাতকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে সালমান ফারসি দীর্ঘদিন মানসিক রোগে অসুস্থ ছিল। গত এক মাস মোটামুটি সুস্থ হয়। সালমান ফারসি আজ স্কুল থেকে বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণ করে নিজ বাড়িতে এসে মায়ের সাথে কথা বলে বসত ঘরের পাশে কাঠের টয়লেটে প্রবেশ করে। বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরেও সালমান ফারসি বের না হলে তার মা একাধিকবার ডাক চিৎকার দেওয়ার পরে কোন উত্তর না পেয়ে টয়লেটের দরজা ভেঙে ফেলে।
তার সন্তানকে চিকন সাদা রংয়ের নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশে উপস্থিত প্রতিবেশীরা ছুটে তাকে উদ্ধার করে দ্রুত ০১:৩৫ ঘটিকার সময়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগে নিয়ে আসেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সালমানকে মৃত ঘোষণা করেন। ভাতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল সালমান ফারসি।
ঘটনার কথা শুনে রাজাপুর থানা পুলিশ দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























