ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo চাঁদপুর বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠি Logo ঈমানী অবিচলতা ও দেশপ্রেমের আলোকবর্তিকা: বেগম খালেদা জিয়া Logo সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই  Logo কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo ভালোবাসা, অশ্রু আর শ্রদ্ধায় মোড়া বিদায়: খালেদা জিয়ার জানাজা সম্পন্ন Logo জাপানের মেট্রো স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক বার্তা Logo বেইজিংয়ে কেন্দ্রীয় গ্রামীণ কর্ম সম্মেলন Logo চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্ব Logo এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করছে চীন

খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মোহাম্মদ আলী সুমন

বুধবার (৩১ ডিসেম্বর): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে শোক জানাতে গিয়ে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এই সাক্ষাৎকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে অভিহিত করেছে।

গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যু হয়। আজ বুধবার ঢাকায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে লাখ লাখ মানুষ অংশ নেন বলে ধারণা করা হচ্ছে। শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও ঢাকায় আসেন। তাঁদের মধ্যেই ছিলেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শোক প্রকাশের উদ্দেশ্যে খালেদা জিয়ার বাসভবনে গেলে সেখানে তাঁদের মধ্যে সাক্ষাৎ হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এটি প্রথম সরাসরি সাক্ষাৎ হিসেবে দেখা হচ্ছে।

জিও টিভির ভাষ্য অনুযায়ী, আনুষ্ঠানিক কোনো বৈঠকের ঘোষণা না থাকলেও এই সাক্ষাৎকে আঞ্চলিক কূটনীতির প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শোক অনুষ্ঠানের প্রেক্ষাপটে হওয়া এ সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার চলমান উত্তেজনার মাঝে ভবিষ্যৎ যোগাযোগের একটি ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

SBN

SBN

খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় ১০:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদ আলী সুমন

বুধবার (৩১ ডিসেম্বর): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে শোক জানাতে গিয়ে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এই সাক্ষাৎকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে অভিহিত করেছে।

গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যু হয়। আজ বুধবার ঢাকায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে লাখ লাখ মানুষ অংশ নেন বলে ধারণা করা হচ্ছে। শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও ঢাকায় আসেন। তাঁদের মধ্যেই ছিলেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শোক প্রকাশের উদ্দেশ্যে খালেদা জিয়ার বাসভবনে গেলে সেখানে তাঁদের মধ্যে সাক্ষাৎ হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এটি প্রথম সরাসরি সাক্ষাৎ হিসেবে দেখা হচ্ছে।

জিও টিভির ভাষ্য অনুযায়ী, আনুষ্ঠানিক কোনো বৈঠকের ঘোষণা না থাকলেও এই সাক্ষাৎকে আঞ্চলিক কূটনীতির প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শোক অনুষ্ঠানের প্রেক্ষাপটে হওয়া এ সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার চলমান উত্তেজনার মাঝে ভবিষ্যৎ যোগাযোগের একটি ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।