
নড়াইলে লোহাগড়া থানায় চুরির অভিযোগ করায় বিপাকে পড়েছে এক ভাঙ্গারি ব্যবসায়ী। লোহাগড়া পৌর শহরের মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্প গ্রামের মৃত ইসরাইল মন্ডলের ছেলে দুখু মন্ডলের আলা মুন্সির মোড় সংলগ্ন একটি ভাঙ্গারি দোকানের মালামাল চুরি হলে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ফুটেজে ধরা পরা সন্দেহজনক চরের বিরুদ্ধে গত বৃহস্পতিবার লোহাগড়া থানা একটি অভিযোগ দায়ের করেন ।এরই ধারাবাহিকত পার্শ্ববর্তী ভাঙ্গারি ব্যবসায়ী মৃত অাবু মোল্লার ছেলে সবুজ মোল্লা, সিসি ফুটেজের সন্দেহ জনক চোর মারুফ যার নামে এর আগেও চুরি মামলা রয়েছে সে সহ বেশ কিছু ভাঙ্গারি ব্যবসায়ীরা মিলে দুখুমন্ডলের ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ফুটেজে ধরা পরা সন্দেহজনক চরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে বলে অভিযোগকারী দুখু মন্ডল কে। না হলে তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি জীবননাশের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিবে বলে অভিযোগ করেন দুখু মন্ডল।
এ বিষয়ে দুখু মন্ডল আরো বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সঠিক তদন্ত করে এটার আমি ন্যায় বিচার চাই। অপরাধকারীরা খুবই প্রভাবশালী লোক যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি একজন নিরীহ লোক অতি দ্রুত এটার আমি সঠিক বিচার চাই।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর তদন্ত (ওসি) হারানচন্দ্র পাল বলেন, অভিযোগ পেয়েছি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
নড়াইল প্রতিনিধি: 
























