ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আদালতের রায় পক্ষে থাকার পরও ৩.৮৪ একর জমিতে চাষ করতে পারছেন না কৃষক ইসমাইল Logo কুমিল্লা টাউন হল মাঠে বিজয় মেলা নাকি বাণিজ্য মেলা Logo আজ ১৬ ডিসেম্বর: মহাবিজয়ের আলোয় উদ্ভাসিত একাত্তরের রণক্ষেত্রের চূড়ান্ত ইতিহাস Logo নলছিটিতে ৪০টি টিউবওয়েল বিতরণ Logo অবৈধ ড্রেজারে ধ্বংসের মুখে বারেশ্বর বিলের তিন ফসলি জমি Logo কালীগঞ্জে ভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিপ্তর Logo সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৫১ শিক্ষার্থী মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তির্ন Logo ১৬ই ডিসেম্বর: মুক্তির লড়াই, গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের প্রত্যাশা Logo চীনের অর্থনীতি: চাপ সামলেও শক্তিশালী অগ্রগতি Logo বিজ্ঞান ও প্রযুক্তিতে শক্তিশালী রাষ্ট্র গড়ার লক্ষ্যে চীন

বরুড়া সিএনজিতে অতিরিক্ত যাত্রী বহনে দূর্ঘটনার আশঙ্কা

কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন সড়কে সিএনজি চালিত অটোরিকশায় দূর্ঘটনার আশঙ্কা নিয়ে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে।

সিএনজির সামনে চালক সহ ৪ জন বসে। যদি ও সিএনজির সামনে ১ জন নেয়ার বৈধতা রয়েছে।
একটি সিএনজিতে মোট ৪ জন যাত্রী নেয়ার কথা। সেখানে বরুড়ার বিভিন্ন সড়কে সিএনজিতে ৬ জন করে যাত্রী আসা নেওয়া করে।
বরুড়া বাতাইছড়ি সড়ক, বরুড়া রামমোহন সড়ক, বরুড়া ঝলম সড়ক, বরুড়া শশাইয়া আড্ডা সড়ক, বরুড়া ভাউকসার সড়ক সহ বিভিন্ন সড়কে সিএনজি চলাচল করে। প্রায় সড়কে সিএনজিতে (ড্রাইভার সহ) ৭ জন করে যাত্রী বসে। কিছু কিছু ড্রাইভার আবার মোট ৫ জন করে যাত্রী আসা নেওয়া করে।
সচেতন মানুষের দাবী, সামনে ৩ জন যাত্রী নিয়ে ড্রাইভার বসতে কষ্ট হয়। এতে করে যে কোন সময় দূর্ঘটনার আশঙ্কা থাকে। স্হানীয় প্রশাসন এ ব্যাপারে উদ্যেগ নেয়া জরুরী বলে মনে করেন।
নাম প্রকাশে অনি ইচ্ছুক এক ড্রাইভার বলেন, জিপির নামে চাঁদা বাজি করা হচ্ছে। দৈনিক চাঁদা, মাসিক চাঁদা রয়েছে, যার ফলে মাঝে মধ্যে সামনে ৩ জন যাত্রী নেই।

এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, আমি নতুন এ থানায় যোগদান করছি। বিষয়টি নিয়ে নজরদারি বাড়াবো। অনিয়মের বিরুদ্ধে অবহিত করবেন, অবশ্য ব্যবস্হা নেব। তাছাড়া যানজট নিরসনের উদ্যেগ নিতে হবে। আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের রায় পক্ষে থাকার পরও ৩.৮৪ একর জমিতে চাষ করতে পারছেন না কৃষক ইসমাইল

SBN

SBN

বরুড়া সিএনজিতে অতিরিক্ত যাত্রী বহনে দূর্ঘটনার আশঙ্কা

আপডেট সময় ০৬:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন সড়কে সিএনজি চালিত অটোরিকশায় দূর্ঘটনার আশঙ্কা নিয়ে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে।

সিএনজির সামনে চালক সহ ৪ জন বসে। যদি ও সিএনজির সামনে ১ জন নেয়ার বৈধতা রয়েছে।
একটি সিএনজিতে মোট ৪ জন যাত্রী নেয়ার কথা। সেখানে বরুড়ার বিভিন্ন সড়কে সিএনজিতে ৬ জন করে যাত্রী আসা নেওয়া করে।
বরুড়া বাতাইছড়ি সড়ক, বরুড়া রামমোহন সড়ক, বরুড়া ঝলম সড়ক, বরুড়া শশাইয়া আড্ডা সড়ক, বরুড়া ভাউকসার সড়ক সহ বিভিন্ন সড়কে সিএনজি চলাচল করে। প্রায় সড়কে সিএনজিতে (ড্রাইভার সহ) ৭ জন করে যাত্রী বসে। কিছু কিছু ড্রাইভার আবার মোট ৫ জন করে যাত্রী আসা নেওয়া করে।
সচেতন মানুষের দাবী, সামনে ৩ জন যাত্রী নিয়ে ড্রাইভার বসতে কষ্ট হয়। এতে করে যে কোন সময় দূর্ঘটনার আশঙ্কা থাকে। স্হানীয় প্রশাসন এ ব্যাপারে উদ্যেগ নেয়া জরুরী বলে মনে করেন।
নাম প্রকাশে অনি ইচ্ছুক এক ড্রাইভার বলেন, জিপির নামে চাঁদা বাজি করা হচ্ছে। দৈনিক চাঁদা, মাসিক চাঁদা রয়েছে, যার ফলে মাঝে মধ্যে সামনে ৩ জন যাত্রী নেই।

এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, আমি নতুন এ থানায় যোগদান করছি। বিষয়টি নিয়ে নজরদারি বাড়াবো। অনিয়মের বিরুদ্ধে অবহিত করবেন, অবশ্য ব্যবস্হা নেব। তাছাড়া যানজট নিরসনের উদ্যেগ নিতে হবে। আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হতে হবে।