ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চান্দিনায় কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মানবতার দেয়াল তৈরি Logo বৃহত্তর কুমিল্লা সি অ্যান্ড এফ এজেন্টস্ সমবায় সমিতি চট্টগ্রাম এর আলোচনা সভা অনুষ্ঠিত Logo গাইবান্ধায় ২৩০ পিস ইয়াবাসহ এক কারবারি আটক Logo চীনের ভাইস প্রেসিডেন্টের আহ্বান: “সহযোগিতাই শান্তির পথ” Logo সিসা দ্বীপপুঞ্জে অস্ট্রেলিয়ার উস্কানি, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবাদ Logo প্রযুক্তির যুগেও বেইজিংয়ের হুতোংয়ে বইয়ের গন্ধ Logo শাহরাস্তিতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা আটক Logo কিশোরগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশের Logo রূপসায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্ময় সভা অনুষ্ঠিত Logo মোংলা পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

যুব মহিলা লীগ নেত্রীর অডিও ফাঁস : পদের জন্য টাকা দাবি


নড়াইল সংবাদদাতাঃ নড়াইল জেলার কালিয়া থানা যুব মহিলা লীগের সম্মেলনে মাছুরা বেগম নামের একজন সাংগঠনিক সম্পাদক প্রার্থীর কাছ থেকে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের টাকা দাবির একটি অডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় মাছুরার স্বামী ইকবাল হোসেন তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলিনার ভাষ্য, সম্মেলনের খরচের জন্য কিছু অর্থ চাওয়া হয়েছে, কোনো ব্যক্তি স্বার্থের জন্য নয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় টায় কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাছুরার স্বামী ইকবাল হোসেন ও জেলা যুব মহিলা লীগের সাধারণ অ্যাডভোকেট মিলিনার ফোনালাপ

ইকবাল হোসেন: কেমন আছেন?
অ্যাডভোকেট মিলিনা: আলহামদুল্লিাহ, ভালো আছি।
ইকবাল হোসেন: কী অবস্থা? শরীর-স্বাস্থ্য ভালো আছে?
অ্যাডভোকেট মিলিনা: কম্পিউটারে কাজ করছি।
ইকবাল হোসেন: বিজি?
অ্যাডভোকেট মিলিনা: বলেন, সিস্টেম করছি তো। আমি শুনছি, বলেন।
ইকবাল হোসেন: আগামীকাল আসবো। ভাবির সাথে কথা হয়েছে?
অ্যাডভোকেট মিলিনা: আপনাকে বলেছি না ভাবি যেন দেখা করেন? কথা হয়েছে। উনি যেটা বলে সেটা হয় না। উনি কথার মধ্যে আসেনি। উনি থাকবে না কমিটির মধ্যে। উনি মেয়রের দোহাই দিচ্ছেন। উনি বলেছেন, মেয়রের সাথে কথা হয়েছে, মেয়র দেখবেন। এগুলোতো হবে না। তিনি প্রার্থী। একজন সাংগঠনিক প্রার্থী। একটি ভাইটাল পোস্ট। উনাকে ৩০-৫০ (হাজার) বলিনি, সর্বোচ্চ টুয়েন্টি। সেটা যদি না পারে তাহলে তো প্রশ্নই ওঠে না। আমি বাবার হোটেল খুলে বসেছি নাকি যে মানুষগুলোকে পদও দিয়ে যাবো ফ্রি ফ্রি। ফ্রি ফ্রি মানুষগুলোকে খাওয়াইয়ে হাইলাইট করবো? আমার এত দায় নেই, ভাই সরি। তাকে বলেছি, আপনার গাড়ি আনার দরকার নেই। আমার ৪০টি গাড়ি থাকবে। আপনি ১০-১৫ জন যা পারেন, আনবেন। এসে খাওয়া-দাওয়া করে, সম্মেলন করে পদটি নিয়ে চলে যাবেন, শেষ। উনি বলেছেন আমার পক্ষে ১৫-২০ হাজার টাকা দেওয়া সম্ভব না। সম্মেলন যেহেতু সবাই মিলে করছি, যারা সভাপতি-সেক্রেটারি হবেন তারা, আমি সম্মেলনে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হবে। কে টাকা দেবে? মেয়র দেবে ১০ হাজার টাকা। স্থানীয় নেতাদের কাছ থেকে কিছু নেওয়া হচ্ছে না। এরপর ফোনটি কেটে যায়।

অভিযোগের সত্যতা স্বীকার করে কালিয়া উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক প্রার্থী মাছুরা বেগমের স্বামী ইকবাল হোসেন বলেন, ‘আমার স্ত্রী প্রথমে কালিয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তার প্রার্থিতার বিষয়ে সপ্তাহখানেক আগে জেলা যুব মহিলা লীগের সাধারণ অ্যাডভোকেট মিলিনার সঙ্গে সরাসরি তার বাসায় দেখা করে বলি, আমার স্ত্রী কালিয়া যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রার্থী, যদি যোগ্য হয় তাহলে বিবেচনা করবেন। তিনি (মিলিনা) বলেন, সভাপতি ও সাধারণ পদ ঠিক হয়ে গেছে। এখন সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া যেতে পারে। তখন সাংগঠনিক সম্পাদক পদের জন্য বায়োডাটা জমা দেই। তিনি মাছুরাকে দেখা করতে বলেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চান্দিনায় কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মানবতার দেয়াল তৈরি

SBN

SBN

যুব মহিলা লীগ নেত্রীর অডিও ফাঁস : পদের জন্য টাকা দাবি

আপডেট সময় ০২:৫৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২


নড়াইল সংবাদদাতাঃ নড়াইল জেলার কালিয়া থানা যুব মহিলা লীগের সম্মেলনে মাছুরা বেগম নামের একজন সাংগঠনিক সম্পাদক প্রার্থীর কাছ থেকে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের টাকা দাবির একটি অডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় মাছুরার স্বামী ইকবাল হোসেন তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলিনার ভাষ্য, সম্মেলনের খরচের জন্য কিছু অর্থ চাওয়া হয়েছে, কোনো ব্যক্তি স্বার্থের জন্য নয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় টায় কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাছুরার স্বামী ইকবাল হোসেন ও জেলা যুব মহিলা লীগের সাধারণ অ্যাডভোকেট মিলিনার ফোনালাপ

ইকবাল হোসেন: কেমন আছেন?
অ্যাডভোকেট মিলিনা: আলহামদুল্লিাহ, ভালো আছি।
ইকবাল হোসেন: কী অবস্থা? শরীর-স্বাস্থ্য ভালো আছে?
অ্যাডভোকেট মিলিনা: কম্পিউটারে কাজ করছি।
ইকবাল হোসেন: বিজি?
অ্যাডভোকেট মিলিনা: বলেন, সিস্টেম করছি তো। আমি শুনছি, বলেন।
ইকবাল হোসেন: আগামীকাল আসবো। ভাবির সাথে কথা হয়েছে?
অ্যাডভোকেট মিলিনা: আপনাকে বলেছি না ভাবি যেন দেখা করেন? কথা হয়েছে। উনি যেটা বলে সেটা হয় না। উনি কথার মধ্যে আসেনি। উনি থাকবে না কমিটির মধ্যে। উনি মেয়রের দোহাই দিচ্ছেন। উনি বলেছেন, মেয়রের সাথে কথা হয়েছে, মেয়র দেখবেন। এগুলোতো হবে না। তিনি প্রার্থী। একজন সাংগঠনিক প্রার্থী। একটি ভাইটাল পোস্ট। উনাকে ৩০-৫০ (হাজার) বলিনি, সর্বোচ্চ টুয়েন্টি। সেটা যদি না পারে তাহলে তো প্রশ্নই ওঠে না। আমি বাবার হোটেল খুলে বসেছি নাকি যে মানুষগুলোকে পদও দিয়ে যাবো ফ্রি ফ্রি। ফ্রি ফ্রি মানুষগুলোকে খাওয়াইয়ে হাইলাইট করবো? আমার এত দায় নেই, ভাই সরি। তাকে বলেছি, আপনার গাড়ি আনার দরকার নেই। আমার ৪০টি গাড়ি থাকবে। আপনি ১০-১৫ জন যা পারেন, আনবেন। এসে খাওয়া-দাওয়া করে, সম্মেলন করে পদটি নিয়ে চলে যাবেন, শেষ। উনি বলেছেন আমার পক্ষে ১৫-২০ হাজার টাকা দেওয়া সম্ভব না। সম্মেলন যেহেতু সবাই মিলে করছি, যারা সভাপতি-সেক্রেটারি হবেন তারা, আমি সম্মেলনে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হবে। কে টাকা দেবে? মেয়র দেবে ১০ হাজার টাকা। স্থানীয় নেতাদের কাছ থেকে কিছু নেওয়া হচ্ছে না। এরপর ফোনটি কেটে যায়।

অভিযোগের সত্যতা স্বীকার করে কালিয়া উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক প্রার্থী মাছুরা বেগমের স্বামী ইকবাল হোসেন বলেন, ‘আমার স্ত্রী প্রথমে কালিয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তার প্রার্থিতার বিষয়ে সপ্তাহখানেক আগে জেলা যুব মহিলা লীগের সাধারণ অ্যাডভোকেট মিলিনার সঙ্গে সরাসরি তার বাসায় দেখা করে বলি, আমার স্ত্রী কালিয়া যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রার্থী, যদি যোগ্য হয় তাহলে বিবেচনা করবেন। তিনি (মিলিনা) বলেন, সভাপতি ও সাধারণ পদ ঠিক হয়ে গেছে। এখন সাংগঠনিক সম্পাদক পদ দেওয়া যেতে পারে। তখন সাংগঠনিক সম্পাদক পদের জন্য বায়োডাটা জমা দেই। তিনি মাছুরাকে দেখা করতে বলেন।’