ঝিনাইদহের কালীগঞ্জে স্যালো ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মাছবোঝাই পিকআপের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সেসময় আহত হয়েছেন ভ্যানের দুই যাত্রী।
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ চিনিকলের সামনে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলীর ও তার স্ত্রী পারভীনা বেগম। এ ঘটনায় আহত হয়েছে তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানের চালক করিম ও তাদের নাতী ছেলে শিশু। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআই ইকবাল কবির জানান, সকালে ফজরের নামাজ পড়ে ভ্যানযোগে মেয়েকে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ছাবদার আলী তার পরিবারের সদস্যদের নিয়ে রওনা দেয়। পথিমধ্যে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছনের দিক থেকে আসা মাছবোঝাই পিকআপভ্যান যাত্রীবাহী ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভীনা খাতুন। সেসময় গুরুতর আহত অবস্থায় তার স্বামী ছাবদার আলী, মেয়ে সাথী খাতুন, নাতী ছেলে ও ভ্যানচালক করিমকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
এসআই আর জানান, সেসময় শারীরিক অবস্থার অবনতি হলে ছাবদার আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সংবাদ শিরোনাম
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
- শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধিঃ
- আপডেট সময় ০৫:৩৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- ১৫৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ