মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়াঃ কুমিল্লার বরুড়ায় বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীর আগমন উপলক্ষে ছোটতুলাগাঁও মহিলা কলেজ অডিটোরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছোটতুলাগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাবিয়া সুলতানার সভাপতিত্বে শুক্রবার বিকেলে এ সমাবেশ হয়।
এ আয়োজনে, বিশেষ অতিথি ছিলেন ছোটতুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বরুড়া ফাউন্ডেশনের সভাপতি ও স্ট্যান্ডার্ড গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ তোফাজ্জল আলী ও বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ছোটতুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ছোটতুলাগাঁও ছিদ্দিকুন্নেসা মহিলা মাদ্রাসার সুপার মোঃ বিল্লাল হোসেন, ছোটতুলাগাঁও মহিলা কলেজ প্রভাষক মাহমুদুল হাসান, শাখাওয়াত হোসেন, সুমন মিয়া, নুরুল ইসলাম, হোসেন আহম্মেদ, নাঈমুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অনেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছোটতুলাগাঁও মহিলা কলেজের কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক মোহাম্মদ নাইমুর রহমান।
জনাব চৌধুরী তার বক্তব্যে শিক্ষা ব্যবস্হায় যুগোপযোগী করার প্রতি পরামর্শ মূলক আলোচনা প্রদান করেন।
মোহাম্মদ মুসলিম চৌধুরী ৩রা অক্টোবর ২০১৭ইং তারিখে সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করেন এবং পরবর্তীতে অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে বি কম (সম্মান) ও এম কম এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তিনি আইএমএফ ইনস্টিটিউট এবং বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান থেকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা ও সামষ্টিক অর্থনীতি বিষয়ে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।
মুসলিম চৌধুরী ১৯৫৯ সালে চট্টগ্রামের রাউজানের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী সাবিনা হক একজন শিক্ষিকা। মুসলিম চৌধুরী দুই সন্তানের জনক।
জনাব চৌধুরী বরুড়ার আড্ডা ইউনিয়নের ছোটতুলাগাঁও এর কৃতি সন্তান, বরুড়া ফাউন্ডেশনের সভাপতি, ছোটতুলাগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্ট্যান্ডার্ড গ্রুপের নির্বাহী পরিচালক তোফাজ্জল আলী সাহেবের ঘনিষ্ঠ বন্ধু।