মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনসহ লাকসাম উপজেলা বিএনপির কয়েকজন নেতার দেয়া বক্তব্যকে মিথ্যা আখ্যায়িত করে এর প্রতিবাদে লাকসাম উপজেলা ও পৌরসভা আ’লীগ সংবাদ সম্মেলন করেছে। শনিবার (২৬ নভেম্বর) বাইপাসস্থ লাকসাম উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, বিএনপি নেতারা লাকসামে আওয়ামী লীগ কর্তৃক বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা-মামলা, আক্রমণ ও মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন। তারা স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামসহ আওয়ামী লীগ, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য রাখেন। এছাড়াও লাকসামের বিভিন্নস্থানে টর্চার সেলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ আনেন তারা। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
নেতৃবৃন্দরা আরো বলেন, কুমিল্লায় আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে লাকসাম উপজেলা বিএনপির কতিপয় নেতৃবৃন্দ গত কয়েকদিন ধরে আমাদের সংগঠনের নেতৃবৃন্দদের জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও গুজব রটিয়ে যাচ্ছে। তারা মিথ্যা, বানোয়াট, তথ্য বিহীন যেসব উদ্ভট কথা বলেছেন তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। তারা পদ পদবী নিয়ে নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে সে দায়ভার আমাদের ঘাড়ে দেয়ার চেষ্টা করছে। বর্তমানে মিথ্যাচারই বিএনপির নিত্যদিনের সঙ্গী। আমরা উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ইউনুস ভূঁইয়া, সহ-সভাপতি এসহাক মিয়া, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, সদস্য মোশাররফ হোসেন মজুমদার, মোঃ মনির হোসেন, গোলাম কিবরিয়া সুমন, ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শম্ভু সাহা, আবদুল বাতেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
সংবাদ শিরোনাম
বিএনপি’র মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে লাকসামে আ’লীগের সংবাদ সম্মেলন
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০৮:৩৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- ৫২৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ