
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের পাঠ্যাভাসের গুণগত মান উন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১ টায় অভিভাবক ও সুধী সমাবেশে পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি ও কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
গভর্ণিং বডির সদস্য আব্দুল মালেক রনি মাস্টার ও আবু ছিদ্দিক মাস্টারে সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। তিনি বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রসহ সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাঈনুর রহমান মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের সদস্য সচিব আব্দুল কাইয়ূম ভূইয়া গঙ্গা,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান খান মামুন, সাইফুল ইসলাম মাস্টার, সাইফুল আলেকীন মাস্টার, আব্দুল মান্নান মাস্টার, নুরুল ইসলাম ফরাজী কালাম মাস্টার, মজিবুর রহমান মেম্বার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক ফয়ছাল, কাজল মিয়া, খাইরুল ইসলাম কায়েস, সাবিনা আক্তার, লুৎফা আক্তার ও আঃ কাদির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ এমপি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার প্রসারে সরকার কাজ করে যাচ্ছেন। তোমরা আগামীর দেশ গড়ার কারিগর, কাজেই আগামীতে বঙ্গবন্ধুর বাংলাদেশে বিনির্মাণে তোমাদেরকে লেখাপড়ায় মনোযোগী হয়ে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে।
কিশোরগঞ্জ প্রতিনিধঃ 


























