
দিনাজপুরের ফুলবাড়ীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ফুলবাড়ী শাখার আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৫ টায় ইসলামী ব্যাংক ফুলবাড়ী শাখার তৃতীয় তলায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক এসপিও মোঃ তারিকুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নাজমুল হক, ফুলবাড়ী দারুস সুন্না সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাদাত উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আমিন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ রুহুল আমিন, গুপ্তা প্লাইউড এন্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী রাজু কুমার গুপ্তা।
ইসলামী ব্যাংক এর কর্মকর্তা মোঃ আবু তারেক মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, ব্যাংকের ম্যানেজার অপারেশন মোঃ সামিরুল ইসলাম, ব্যাংকের আরডিএস কর্মকর্তা মোঃ মাহবুব আলম প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও ব্যাংকের সেবা গ্রহণকারী গ্রাহকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় শিশুশিল্পী মোঃ রাহাত ফিরোজ সুরেলা কন্ঠে নাতে রাসুল পরিবেশন করেন।
পরে দেশ ও জাতীর কল্যানে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: 


























