
মোঃ কামরুজ্জামান সেন্টু, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল সভাপতি ও মোঃ মাহবুব আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মেহের ডিগ্রি কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার।
পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আঃ লতিফের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল আহমেদ ইরানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি মোঃ আঃ রব ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু নাসের পাটোয়ারী বাচ্চু, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নূরুল ইসলাম মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা চেয়ারম্যান নাসরীন জাহান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু প্রমুখ।
বিকেল ৪টায় সম্মেলনের ২য় অধিবেশনে দলীয় কাউন্সিলরদের প্রদত্ত ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রত্যক্ষ ভোটে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ মাহবুব আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মুক্তির লড়াই ডেস্ক : 





















