শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদা সড়কের ট্রাক টার্মিনাল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ রাশেদুল ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই শিশু সন্তান সুফিয়ান ও হুজাইফা আহত হয়। নিহত রাশেদুল শহরের কাঞ্চনপুর উত্তর পাড়ার শামসুল হকের ছেলে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিনাইদাহ পৌর শাখার সেক্রেটারি ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বুধবার রাত দশটার দিকে রাশেদুল ইসলাম খাজুরা গ্রামের মাহফিল থেকে মোটরসাইকেল যোগে দুই ছেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন। এ ঘটনায় তার দুই শিশু সন্তান আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাশেদুল ইসলামের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সংবাদ শিরোনাম
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০৫:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- ৩২১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ