
টাঙ্গাইলের ভূঞাপুরে সুমাইয়া নামে এক গৃহবধূ ঘরের দরজা বন্ধ করে গলায়
ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
রবিবার (৯ এপ্রিল) বীরহাটি জুলহাস উদ্দিন ওরফে ঝুলু পুলিশের বাসায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া (১৯) উপজেলার পৌর এলাকার কুতুবপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে ফরিদের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ ফরিদ ও তার স্ত্রী সুমাইয়া বীরহাটি ঝুলু পুলিশের একটি বাসায় ভাড়া থাকতো। ঘটনার দিন সকালে ফরিদ মাছ ধরতে যমুনা নদীতে যায়। পরে সন্ধায় বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে সুমাইয়া কে ডাক দিলে কোন সাড়া-শব্দ না পাওয়ায় আশেপাশের লোকজন ডাকেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখা যায় সুমাইয়া গলায় একটি ওড়না দ্বারা ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ভূঞাপুর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন, ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ভূঞাপুর (টাংগাইলে) প্রতিনিধি 


























