![](https://muktirlorai.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ রূরাল ইলিক্টিফিকেশন বোর্ড (REB) কে স্হানীয় ভাবে সাবষ্টেশন স্খাপনের জন্য জমি দান করলেন মোহাম্মদ তোফাজ্জল আলী।
মঙ্গলবার ১১ এপ্রিল ছোটতুলাগাঁও মৌজায় ছোটতুলাগাঁও ইন্জিনিয়ার আতিকুর রহমানের নিজ বাড়ীতে তার ছোট ভাই মোহাম্মদ তোফাজ্জল আলী পরিবারের পক্ষ হতে ৪৯শতক জমি পত্র দলিল চান্দিনাস্হ আরইবি’র জিএম মকবুল হোসেনের হাতে হস্তান্তর করেন।
তোফাজ্জল আলী উপজেলার আড্ডা ইউনিয়নের ছোটতুলাগাঁও এর কৃতি সন্তান, ছোটতুলাগাঁও মহিলা কলেজ এর দাতা সদস্য ও ছোটতুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি।
এসময় বরুড়াস্থ আরবিই এর ডিজিএম জালাল উদ্দিন, চান্দিনার এজিএম (অ্যাডমিন) হুমায়ুন কবির, বীর মুক্তি যোদ্বা আবদুল করিম, আমিনুল ইসলাম মিন্টু, ছরোয়ার হোসেন বাচ্চু ও দুলাল মিয়া উপস্হিত ছিলেন।
এসময় আরইবি জিএম মকবুল হোসেন বলেন এই জমি দানের মাধ্যমে বরুড়ায নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের সরবরাহ প্রদান করা আরো সহজ হবে। তিনি তোফাজ্জল আলী ও তার পরিবারের সকলকে আরইবির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেক্ষ্য, মোহাম্মদ তোফাজ্জল আলী গত নভেম্বর মাসে ৫ কিলোমিটার এলাকায় স্থানীয়ভাবে পানি সরবরাহ করার সরকারি প্রজেক্টে চাহিদা মাফিক জমি দান করেন। যাহা বরুড়া উপজেলার স্থানীয় সাংসদ নাসিমুল আলম চৌধুরী নজরুল উদ্ভোদন করেন।