নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার গোপনাথপুর গ্রামে ৪৪ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সরোয়ার খান(৫৬)কে লোহাগড়া উপজেলা সহকারী (ভুমি) প্রদীপ রায় দীপন ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা আদেশ দেন।
(১৫ এপ্রিল) শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার গোপীনাথপুর বেপারী পাড়া গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে সরোয়ার খানের বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ পিচ ইয়াবাসহ তাকে আটক করে। পরে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন তাকে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন বিডি২৪লাইভকে বলেন, আসামি সরোয়ার খান কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।