নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে বাবা-মার সহায়তায় মো: জুয়েল (২৫) নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত যুবক জুয়েল উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, যুবক জুয়েল দীর্ঘদিন ধরে ইয়াবা, হিরোইন ও গাঁজা সেবন করে আসছিল। মাদক সেবন করে মাঝে মধ্যেই পরিবারে বিভিন্ন রকম ঝামেলা করতেন। তার পরিবারের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। আটককালে ওই যুবকের মাদক সেবন করার বিষয়ে সত্যতা পাওয়ায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কারাদন্ডপ্রাপ্ত যুবক জুয়েলকে জেল হাজাতে পাঠানো হয়েছে।