দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু‘র মুরালে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস ২০২৩ পালন করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে মুজিব নগর সরকার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। এসময় সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, বেতদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।