ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম Logo চিন পিংয়ের প্রিয় উপাখ্যান’: ইতিহাসের গভীর জ্ঞানের এক উজ্জ্বল প্রকাশ Logo মালয়েশিয়া-চীন সম্পর্কের উচ্চ স্তরের প্রতিফলন : রাজা ইব্রাহিম Logo কুয়ালালামপুরে চীন-মালয়েশিয়া মানব ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান Logo ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার অর্থনীতির অঞ্চল বাতিল ঘোষণার প্রসঙ্গে Logo সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ’সহ আটক-২ Logo বুড়িচংয়ে তিন জুয়ারীর ৭ দিনের জেল Logo প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও

তুমি আসবে

 

আমি জানি তুমি আসবে
আমার অস্তিত্বের শেষ বিশ্বাস টুকুকে আশ্রয় করে
বসে আছি অচেনা প্রাচীন বনানী বৃক্ষমূলে।

তুমি আসবে তপ্ত দুপুর শান্ত হলে
ছায়ার মত সরে যেতে দেখি
তোমার মুখের মিষ্টি হাসি
বিশ্বাস ঢলে পরে বিষণ্ণতার বুকে।

অজানা অচেনা স্বপ্নগুলি একে একে ভীড় করে
শতাব্দীর বুকে পা ফেলে হেঁটে তুমি ক্লান্ত
জমে থাকা বরফ কখনো হয়তো
গলে জল হবে
ভিজবে আমার শুষ্ক মরু প্রান্তর
অপেক্ষার তিক্ততা শেষ হলে
তুমি আসবে।

সামনে দাঁড়িয়ে থাকা পাহাড়কে ধীরে ধীরে
ক্ষয়ে যেতে দেখেছি
দেখছি স্রোতস্বিনী নদীকে উচ্ছ্বাস হারাতে
হাওয়ার গতি পরিবর্তন হতে দেখেছি
রাস্তাকে দেখেছি হারিয়ে যেতে।

ভেজা চোখ গেছে শুকিয়ে
ঘন নিঃশ্বাস বেড়িয়ে এসেছে নাড়ী ছিঁড়ে
অচেনা ফুল হয়েছে মালা
কঠিন শিলা হয়ে থাকব বসে
এই পৃথিবীর শেষ কোন প্রান্তে
তুমি আসবে বলে।

আকাশের কালিমা ঘোচাবে চাঁদ
এই পৃথিবীর সবুজ ঘাসের বুকে
আমার বিচরণ
অপলক সাক্ষী থাকবে তোমার বাসনা।

চোখের জ্যোতি ছিঁড়ে
মন করে তোমার কল্পনা
অখণ্ড চিন্তার মাঝে তুমি থাক জীবিত
দেহটা পোড়া কয়লা হলেও
আমার হৃদয় জুড়ে তুমিই থাকবে।

তোমাকে নিঃশেষ হতে দেখেছি
জন্ম জন্মান্তরের অতৃপ্ত ঝড়ে।

আমার চিতার শেষ লেলিহান শিখায়
উদ্ভাসিত হাসিতে মন ভরাবে আমার
সে শিখা জ্বলতেই থাকবে
তুমি আসবে বলে ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

SBN

SBN

তুমি আসবে

আপডেট সময় ০৩:০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

 

আমি জানি তুমি আসবে
আমার অস্তিত্বের শেষ বিশ্বাস টুকুকে আশ্রয় করে
বসে আছি অচেনা প্রাচীন বনানী বৃক্ষমূলে।

তুমি আসবে তপ্ত দুপুর শান্ত হলে
ছায়ার মত সরে যেতে দেখি
তোমার মুখের মিষ্টি হাসি
বিশ্বাস ঢলে পরে বিষণ্ণতার বুকে।

অজানা অচেনা স্বপ্নগুলি একে একে ভীড় করে
শতাব্দীর বুকে পা ফেলে হেঁটে তুমি ক্লান্ত
জমে থাকা বরফ কখনো হয়তো
গলে জল হবে
ভিজবে আমার শুষ্ক মরু প্রান্তর
অপেক্ষার তিক্ততা শেষ হলে
তুমি আসবে।

সামনে দাঁড়িয়ে থাকা পাহাড়কে ধীরে ধীরে
ক্ষয়ে যেতে দেখেছি
দেখছি স্রোতস্বিনী নদীকে উচ্ছ্বাস হারাতে
হাওয়ার গতি পরিবর্তন হতে দেখেছি
রাস্তাকে দেখেছি হারিয়ে যেতে।

ভেজা চোখ গেছে শুকিয়ে
ঘন নিঃশ্বাস বেড়িয়ে এসেছে নাড়ী ছিঁড়ে
অচেনা ফুল হয়েছে মালা
কঠিন শিলা হয়ে থাকব বসে
এই পৃথিবীর শেষ কোন প্রান্তে
তুমি আসবে বলে।

আকাশের কালিমা ঘোচাবে চাঁদ
এই পৃথিবীর সবুজ ঘাসের বুকে
আমার বিচরণ
অপলক সাক্ষী থাকবে তোমার বাসনা।

চোখের জ্যোতি ছিঁড়ে
মন করে তোমার কল্পনা
অখণ্ড চিন্তার মাঝে তুমি থাক জীবিত
দেহটা পোড়া কয়লা হলেও
আমার হৃদয় জুড়ে তুমিই থাকবে।

তোমাকে নিঃশেষ হতে দেখেছি
জন্ম জন্মান্তরের অতৃপ্ত ঝড়ে।

আমার চিতার শেষ লেলিহান শিখায়
উদ্ভাসিত হাসিতে মন ভরাবে আমার
সে শিখা জ্বলতেই থাকবে
তুমি আসবে বলে ।