ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট Logo বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo দেশের বৃহত্তম নগরী চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণে কালক্ষেপন মেনে নেয়া হবে না-ক্যাব  Logo ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে ১ জনের কারাদণ্ড  Logo চীনের মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ প্রকল্প Logo বিশ্বের দক্ষিণাঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতি কখনও কমবে না : চীনা প্রতিনিধি ফু ছুং Logo চীনে প্রবেশ ও প্রস্থানের পরিমাণ ৪৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo চীনের বৈদেশিক বাণিজ্য নতুন রেকর্ড Logo চীন-গ্রেনাডা সম্পর্ক দুই দেশ ও জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ: সি Logo বরুড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দুখের দেশ

  • গৌতম মণ্ডল
  • আপডেট সময় ০৪:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

কোন্ দেশেতে বোমা ফেটে

শিশুর দেহে রক্ত ঝরে ?
মৃত শিশুর কঙ্কালেতে
রাজ-নীতিবাজ নৃত্য করে !
কোথায় গেলো ? বুদ্ধিজীবী ?
আজকে কেন বদ্ধঘরে ?
স্বজন হারার মর্ম ব্যথা
গুমরে কাঁদে হাহাকারে ৷
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে কান্না-কাটি
গ্রাম – গঞ্জে চাষির ঘরে ৷
বিষ খেয়ে কৃষক মরে
ক্ষুধার জ্বালায় ঋণের ভারে
সারের দামটা বাড়ছে কেন ?
কেউ যদি আজ প্রশ্ন করে
চাবুক মেরে ঢোকাও তাকে
জেল – গারদের লোহার ঘরে !
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে নারীর মান
লুটায় ভূমে ধূলার’ পরে
ডুকরে কাঁদে ইজ্জৎ আজ
দুঃশাসনের জলসাঘরে !
কোথায় মায়ের লজ্জা আঁচল
বিকোয় সস্তা জলের দরে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে লক্ষ বেকার
নৈরাশ্যের অন্ধকারে ৷
মাথা কুটে বারে – বারে
প্রতিশ্রুতির শ্বেত পাথরে !
এত দারিদ্রতায় তবু
স্বপ্ন আঁকে দু’চোখ ভ’রে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷
…………………………………
তাং – ২৯/০৪/২০২৩
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট

SBN

SBN

দুখের দেশ

আপডেট সময় ০৪:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

কোন্ দেশেতে বোমা ফেটে

শিশুর দেহে রক্ত ঝরে ?
মৃত শিশুর কঙ্কালেতে
রাজ-নীতিবাজ নৃত্য করে !
কোথায় গেলো ? বুদ্ধিজীবী ?
আজকে কেন বদ্ধঘরে ?
স্বজন হারার মর্ম ব্যথা
গুমরে কাঁদে হাহাকারে ৷
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে কান্না-কাটি
গ্রাম – গঞ্জে চাষির ঘরে ৷
বিষ খেয়ে কৃষক মরে
ক্ষুধার জ্বালায় ঋণের ভারে
সারের দামটা বাড়ছে কেন ?
কেউ যদি আজ প্রশ্ন করে
চাবুক মেরে ঢোকাও তাকে
জেল – গারদের লোহার ঘরে !
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে নারীর মান
লুটায় ভূমে ধূলার’ পরে
ডুকরে কাঁদে ইজ্জৎ আজ
দুঃশাসনের জলসাঘরে !
কোথায় মায়ের লজ্জা আঁচল
বিকোয় সস্তা জলের দরে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে লক্ষ বেকার
নৈরাশ্যের অন্ধকারে ৷
মাথা কুটে বারে – বারে
প্রতিশ্রুতির শ্বেত পাথরে !
এত দারিদ্রতায় তবু
স্বপ্ন আঁকে দু’চোখ ভ’রে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷
…………………………………
তাং – ২৯/০৪/২০২৩
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷