ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের উঠেছে উর্ধশ্বাস

মানুষের উঠেছে উর্ধশ্বাস
থেমে যাচ্ছে নিঃশ্বাস
অলিগলি বস্তি গ্রাম গঞ্জ জ্বলছে অর্থনীতির আগুনে,
জ্যৈষ্ঠের খরায় চৌচির মাঠে
এখন কৃষকেরা সেখানেই সময় কাটে
চেয়ে দেখো উড়ছে কালো ধুয়া শ্মশানে।

রাজপথ মেঠোপথে জনপ্লাবনের ঢেউ
ঘরে বসে নেই আজ কেউ
সবাই আজকে প্রতিবাদ মুখর,
অত্যাচারী –
চেয়ে দেখো পালাবার পথ
হয়ে আসছে ক্রমে ঘনো ধূসর।

(আগরতলা ০৩/০৫/২৩)

আপলোডকারীর তথ্য

মানুষের উঠেছে উর্ধশ্বাস

আপডেট সময় ০২:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

মানুষের উঠেছে উর্ধশ্বাস
থেমে যাচ্ছে নিঃশ্বাস
অলিগলি বস্তি গ্রাম গঞ্জ জ্বলছে অর্থনীতির আগুনে,
জ্যৈষ্ঠের খরায় চৌচির মাঠে
এখন কৃষকেরা সেখানেই সময় কাটে
চেয়ে দেখো উড়ছে কালো ধুয়া শ্মশানে।

রাজপথ মেঠোপথে জনপ্লাবনের ঢেউ
ঘরে বসে নেই আজ কেউ
সবাই আজকে প্রতিবাদ মুখর,
অত্যাচারী –
চেয়ে দেখো পালাবার পথ
হয়ে আসছে ক্রমে ঘনো ধূসর।

(আগরতলা ০৩/০৫/২৩)