`এসো সবে মিলে গড়ি,আলোর পথের সন্ধান করি` এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর সভার ৮ নং ওয়ার্ল্ডের বহিপাড়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আলোর পথের দিশারী একটি সেচ্ছাসেবী সংগঠন (বহিপাড়া রহনপুর চাঁপাইনবাবগঞ্জের) আয়োজনে
শুক্রবার (০৫ মে) সকাল থেকে শুরু হয়ে দিন ব্যাপি বহিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে চলে এই ফ্রি চক্ষু চিকিৎসা ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইন।
আলোর পথের দিশারী সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ ইসমাইল হোসের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর ৮ নং ওয়ার্ল্ড কাউন্সিল মোঃ ইসমাইল হোসেন, রহনপুর পৌর ৮ নং ওয়ার্ল্ড সাবেক কাউন্সিল মোঃ তাজামুল হক(তাজেল), স্বাত্ত্বধিকারী, মবিন অটো রাইস মিল ও শাপলা হাওয়া ব্রিঃ মুহাঃমবিনুল ইসলাম(মবিন), স্বাত্ত্বধিকারী, Run পাওয়ার ডিটারডেন্ট পাওয়ার ও পূর্বাশা টি হাউস মোঃশরিফুল ইসলাম, দলিল লেখক, সার্ভেয়ার, গোমস্তাপুর সাব-রেজিঃঅফিস মোঃনূরুল ইসলাম, সংগঠনের বর্তমান সভাপতি, তাকিউর রহমান, সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান, বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাহাঙ্গীর কবির বাবলু প্রমূখ।
উল্লেখ্য আলোচনা সভা শেষ অসহায়ের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।