যশোরের ১৮ মামলার পলাতক আসামী রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন (৪৫) কে ঢাকার লালবাগ এলাকা থেকে ৬ মে শনিবার ভোরে র্যাব-৬, যশোর আটক করেছে।
র্যাব -৬, যশোর কোম্পানি লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, আসামী রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরী একজন যশোরের শীর্ষ বিস্ফোরককারী হিসাবে চিহ্নিত। তার নেতৃত্বে গত ২০১৪ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল বোমা ও পেট্রোল বোমা দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মক ক্ষতিসাধন সহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষতি করে। তার বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার বিরুদ্ধে ১৩ টি বিস্ফোরক তৎসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা, ০১টি সন্ত্রাস বিরোধী আইনে মামলা, ০২ টি বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ ০২ টি হত্যা চেষ্টার মতো ঘৃণ্য অপরাধে মোট ১৮ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ (০৫ বছর) পলাতক। ০৬ মে ২০২৩ তারিখ র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ডিএমপি ঢাকার লালবাগ থানা এলাকায় আসামী রাজীব হাসান চৌধুরী (৪৫) আত্মগোপনে আছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি এলাকায় অভিযান পরিচালনা করে শনিবার ভোরে মোঃ রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন (৪৫), পিতা- শহিদুল ইসলাম চৌধুরী, সাং- হাজী আব্দুল করিম রোড, থানা- কোতয়ালী মডেল, জেলা-যশোরকেণগ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ১০-১২ বছর যাবৎ আত্মগোপনে থেকে গত ২০১৪ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত যশোরের বিভিন্ন স্থানে স্বশরীরে হাজির হয়ে তার নেতৃত্ব বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড সংঘটিত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী তার অপরাধমূলক কর্মকাণ্ডের সত্যতা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করত করা হয়েছে।