
যাচ্ছে চলে, যাকনা ভীষণ
মন্দ সময় চলে,
দূর নীলিমায়,নীলের ছায়ায়
চিলের ডানায়,জোর বেড়ে যায়
রোদের ঝিলিক পেলে।
উঠছে হেসে দূরন্ত মন
মন্দ যা সব হবে দমন,
থাকনা পড়ে কষ্টরা সব,
হৃদ ভূবনে সুখ পাখিরা
উড়ুক ডানা মেলে!
মন্দ সময় যাক চলে যাক
কষ্টরা সব পালিয়ে বেড়াক,
স্বপ্নরা সব জেগে উঠুক
সবহারা মন হেসে উঠুক;
আধভাঙা ঘুম এবার ভাঙুক
বিজয়ের স্বাদ পেতে!
ছন্নছাড়া বুভুক্ষুরা
বিবেক জাগা আমজনতা,
রাজ পথে আজ আসুক নেমে
যেন প্লাবন আসছে ধেয়ে,
বীর বিজয়ী বেশে
আমার বাংলাদেশে!