ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাতৃত্ব নয় বরং মাকে ব্যক্তিমানুষ হিসেবে মহিমান্বিত করুন : অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী Logo ৮ বছরে ও সড়কে সংস্কারের ছোঁয়া লাগেনি কোরপাই মনঘাটা-আবিদপুর সড়কে Logo আওয়ামীলীগ পালিয়েছে বলায় বিএনপির ৪কর্মীকে কুপিয়ে জখম Logo সেন্টমার্টিনে কোস্ট গার্ডের সপ্তাহ ব্যাপী জনসচেতনতা বৃদ্ধি ও সেবামূলক কার্যক্রম গ্রহণ Logo হিজলায় ড্রেজার বাল্কহেড ও নগদ টাকা সহ ৬ দুষ্কৃতিকারীকে আটক Logo নারায়ণগঞ্জে প্রায় ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ Logo লাকসাম প্রেসক্লাবে বদিউল আলম সভাপতি. ফারুক আল শারাহ সম্পাদক নির্বাচিত Logo আস-সুন্নাহ’র ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে ঘর প্রদান Logo নতুন গানে আকাশের সঙ্গী অন্তরা Logo ইউএসবি স্পেসালাইজড হাসপাতালের পরিচালক প্রশাসনের দায়িত্ব গ্রহন করলেন মানবিক ডাক্তার রেজাউল হক জুয়েল

খন্ড চিত্র

  • সৌমেন
  • আপডেট সময় ০৪:৩৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

ভোরের গায়ে ঘামের গন্ধ কই?
স্কুলের ব্লাকবোর্ডে কালো কাকের চিত্র
খড়ি দিয়ে আঁকা।
পিঠের বোঝায় ছাত্র-ছাত্রী ঝুলে যায়।
“কা-কা” করে। চুরি গেছে মই।

ইউনিভার্সিটির ডিগ্ৰীর কাগজটা সাবান জলে ডুবিয়ে
নমিতা বাসন মাজে।
মোটা খগেনবাবু ফাঁক দেখে, ফাঁক খোঁজে।
নমিতার চোখের ধার খুন্তির ডগায়।
মেয়েলি ন্যাকাপনায় গোটায় না লাজে।

লাল পতাকাটা আজ বণিকের মানদন্ডের মাথায়।
ফ্যাকাশে, ভুগছে অ্যানিমিয়ায়।
দড়ি হাতে বন্ধু অসীম। করতালি।
লাল গোলাপ খুনির গলায়।

কারখানার গেটে বড়ো তালা।
মরচে ধরা। ঝুলছে বহুদিন।
হারিয়েছে চাবি।
কালো চশমা চোখে খোঁজ চলে।
খেটে খাওয়া হারানের নাতজামাইকে ভ্যানে তোলে।
হাড়িকাঠে দিতে গলা।

অন্ধ কানাই পথের ধারে নাই।
বছর বছর পাঁচ বছর
ভিক্ষা করে।রঙ মাখে,সঙ সাজে।
দেখা পাই।

সাদা মাথা বৃদ্ধ নবীন ফুটপাতে।
ইতিহাসের বই বেচে (ব্যাচে)।
বসে থাকে,,, বসেই থাকে, ক্রেতা নেই।
দিনের শেষে যাবে ঘুমের দেশে।
ঝোলায় তোলে।
“আমরা করবো জয়”শুনেছিল জীবনের প্রাতে।

“রাজা তুই ন্যাংটা কেন?”বলেছিল যে ছেলে-
সে এখন অনেক বড়ো।
রেলের সাথে পাল্লা দেয় লাইনের ধারে।
“আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী”গান গায়।
“পাগল,,, পাগল,,,”লোকে হেসে যায়।
ভয় পায়। এই বুঝি যাবে জেলে!

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব নয় বরং মাকে ব্যক্তিমানুষ হিসেবে মহিমান্বিত করুন : অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

SBN

SBN

খন্ড চিত্র

আপডেট সময় ০৪:৩৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

ভোরের গায়ে ঘামের গন্ধ কই?
স্কুলের ব্লাকবোর্ডে কালো কাকের চিত্র
খড়ি দিয়ে আঁকা।
পিঠের বোঝায় ছাত্র-ছাত্রী ঝুলে যায়।
“কা-কা” করে। চুরি গেছে মই।

ইউনিভার্সিটির ডিগ্ৰীর কাগজটা সাবান জলে ডুবিয়ে
নমিতা বাসন মাজে।
মোটা খগেনবাবু ফাঁক দেখে, ফাঁক খোঁজে।
নমিতার চোখের ধার খুন্তির ডগায়।
মেয়েলি ন্যাকাপনায় গোটায় না লাজে।

লাল পতাকাটা আজ বণিকের মানদন্ডের মাথায়।
ফ্যাকাশে, ভুগছে অ্যানিমিয়ায়।
দড়ি হাতে বন্ধু অসীম। করতালি।
লাল গোলাপ খুনির গলায়।

কারখানার গেটে বড়ো তালা।
মরচে ধরা। ঝুলছে বহুদিন।
হারিয়েছে চাবি।
কালো চশমা চোখে খোঁজ চলে।
খেটে খাওয়া হারানের নাতজামাইকে ভ্যানে তোলে।
হাড়িকাঠে দিতে গলা।

অন্ধ কানাই পথের ধারে নাই।
বছর বছর পাঁচ বছর
ভিক্ষা করে।রঙ মাখে,সঙ সাজে।
দেখা পাই।

সাদা মাথা বৃদ্ধ নবীন ফুটপাতে।
ইতিহাসের বই বেচে (ব্যাচে)।
বসে থাকে,,, বসেই থাকে, ক্রেতা নেই।
দিনের শেষে যাবে ঘুমের দেশে।
ঝোলায় তোলে।
“আমরা করবো জয়”শুনেছিল জীবনের প্রাতে।

“রাজা তুই ন্যাংটা কেন?”বলেছিল যে ছেলে-
সে এখন অনেক বড়ো।
রেলের সাথে পাল্লা দেয় লাইনের ধারে।
“আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী”গান গায়।
“পাগল,,, পাগল,,,”লোকে হেসে যায়।
ভয় পায়। এই বুঝি যাবে জেলে!