ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে এক প্রতিবন্ধী কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের এক ভুট্টাক্ষেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিব (২১) ও রাজিব (২০) নামে দুই যুবককে স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক শাকিব সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামের আবদুর রবের ছেলে এবং রাজিব চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের এতিম আলীর ছেলে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ওই দুইজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
সুত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল প্রতিবন্ধী ওই কিশোরী। এসময় একা পেয়ে অভিযুক্ত দুই যুবক পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। শাকিব ও রাজিব দুইজনেই পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তারা দুজন বন্ধু এবং একাধিক অপকর্মের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।এছাড়া তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।