ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

ভুলে যাই বলে

সৌমেন

ভুলে যাই বলে ভালো আছি আমি,
ভুলে যাই বলে ভালো আছ তুমি।
ভুলে যাই কত দুঃখ বেদনা,
ভুলে যাই যত ক্ষুব্ধ চেতনা।
ভুলে যাই হারানো চেনা জানা লোক,
ভুলে যাই মনে জমে থাকা শোক।
ভুলে যাই ভালোবেসে এসেছিল কে কাছে,
ভুলে যাই আজি কোথা বা সে আছে।
ভুলে যাই দেওয়ার কত কী যে ছিল,
ভুলে যাই সে কথা কি ভাবে হারালো।
ভুলে যাই জীবনের যত কলরব,
ভুলে যাই বলে ভালো আছি সব।
ভুলে যাই ভালো থাকা কারে কয়,
ভুলে যাই সাহস সদা মনে ভয়।
ভুলে যাই কারা চুরি করে সুখ,
ভুলে যাই বুকে জমে থাকা দুখ।
ভুলে যাই কারা শুষছে রক্ত,
ভুলে যাই বলে তাদেরই ভক্ত।
ভুলে যাই লোটে নারীর সম্মান,
ভুলে যাই পেলে ছিটেফোঁটা দান।
ভুলে যাই শত প্রতারণার কথা,
ভুলে যাই বানাই নির্বাচিত নেতা।
ভুলে যাই ভুলে বারেবারে ঘুরি,
ভুলে যাই কাটে মাখনের ছুরি।
ভুলে যাই বেঁচে আজও মরে আছি,
ভুলে যাই মরে অথবা বেঁচে আছি।

আপলোডকারীর তথ্য

অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল

SBN

SBN

ভুলে যাই বলে

আপডেট সময় ১১:১৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

সৌমেন

ভুলে যাই বলে ভালো আছি আমি,
ভুলে যাই বলে ভালো আছ তুমি।
ভুলে যাই কত দুঃখ বেদনা,
ভুলে যাই যত ক্ষুব্ধ চেতনা।
ভুলে যাই হারানো চেনা জানা লোক,
ভুলে যাই মনে জমে থাকা শোক।
ভুলে যাই ভালোবেসে এসেছিল কে কাছে,
ভুলে যাই আজি কোথা বা সে আছে।
ভুলে যাই দেওয়ার কত কী যে ছিল,
ভুলে যাই সে কথা কি ভাবে হারালো।
ভুলে যাই জীবনের যত কলরব,
ভুলে যাই বলে ভালো আছি সব।
ভুলে যাই ভালো থাকা কারে কয়,
ভুলে যাই সাহস সদা মনে ভয়।
ভুলে যাই কারা চুরি করে সুখ,
ভুলে যাই বুকে জমে থাকা দুখ।
ভুলে যাই কারা শুষছে রক্ত,
ভুলে যাই বলে তাদেরই ভক্ত।
ভুলে যাই লোটে নারীর সম্মান,
ভুলে যাই পেলে ছিটেফোঁটা দান।
ভুলে যাই শত প্রতারণার কথা,
ভুলে যাই বানাই নির্বাচিত নেতা।
ভুলে যাই ভুলে বারেবারে ঘুরি,
ভুলে যাই কাটে মাখনের ছুরি।
ভুলে যাই বেঁচে আজও মরে আছি,
ভুলে যাই মরে অথবা বেঁচে আছি।