
মোঃ রায়হান আলী, ক্রাইম রিপোর্টার নওগাঁ জেলা : নওগাঁর রাণীনগরে মাদক সেবনের টাকা না পেয়ে মাথা খারাপ হয়ে গাব গাছের সঙ্গে দড়ি পৌঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আজিজুল হাকিম (৪৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে রাণীনগর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের রণসিংহার গ্রামে এ ঘটনাটি ঘটে।
আজিজুল হাকিম রণসিংহার গ্রামের মৃত আশরাফ আলী, ডাক নাম সেকেন্দার ৪ নং ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়িক ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুল হাকিম দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। পরিবারের লোকজন তাকে ভালো করার জন্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখার পরেও সে ভলো হয়  ফেরেনি। গত কয়েকদিন ধরে সে মাদক সেবনের টাকা জোগার করতে পারছিলেন না। এ জন্য তার মাথা খারাপ (মানসিক ভারসাম্যহীন) হয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে সবার অজান্তের বাড়ির পাশে একটি বাগানে গাব গাছের সঙ্গে দড়ি পৌঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সকাল আনুমানিক ৬ টার দিকে স্থানীয় লোকজন তার মরদেহ গাছের সাথে ঝুলতে দেখে পরিবারকে খবর দেন। এরপর পরিবার  রানীনগর  পুলিশকে খবর দেয়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালেই আজিজুলের হাকিম লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জন্য, ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
																			
																মুক্তির লড়াই ডেস্ক :								 

























