
টাঙ্গাইল প্রতিনিধি: জামালপুরগামী একটি কাভার্ডভ্যান নিয়স্ত্রণ হারিয়ে ঘরের ভিতর ঢুকে পড়লে চাপা পড়ে ঘুমিয়ে থাকা ফুলুরাণী (৩৫) নামে এক গৃহবধূ ও তার মেয়ে রাধিকা রাণী (১৫) নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটির বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার ভোর রাতে টাঙ্গাইলের জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাজারের উত্তর পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের দেওয়া তথ্যসূত্রে জানা যায় কাভার্ডভ্যানটি ভোর রাত সাড়ে চারটার দিকে নল্যাবাজার অতিক্রম করার পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশে গনেশের বাড়িতে ঢুকে যায়।
তখনই খাটে ঘুমিয়ে থাকা মা, মেয়ে বাবা সহ চাপা পড়ে।
স্থানীয়দের দেওয়া খবরে ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। এবং বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলে হাসাপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























