
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ বিশ্বরোড মোড়ে জায়গা নিয়ে দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে আদালতের নিষেধাজ্ঞা। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড খাঁটিহাতা মৌজায় বিএস ৯৮ দাগের প্রায় তিন শতাংশ নাল জায়গা নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন যাবৎ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সরাইল উপজেলা ‘র কুট্রাপাড়া গ্রামের গোলাম উল্লাহ’র ছেলে কামরুল হোসেন ও একই এলাকার আব্দুল কবিরের ছেলে আবুল বাশারের মধ্যে ২ শতক ৯০ পয়েন্ট জায়গা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন যাবৎ। উভয় পক্ষই জায়গাটি নিজেদের বলে দাবি করে।
ভুক্তভোগী মোঃ কামরুল হোসেন অভিযোগ করে বলেন, সে গত ২৬ জুলাই ২০২২ইং তারিখ থেকে খরিদ সূত্রে ২.৯০ শতাংশ জায়গা ভোগ করে আসছে। গত ৩০ নভেম্বর সকাল আনুমানিক ১০ টার দিকে আবুল বাশার কিছু লোকজন তার জায়গা জোর পূর্বক দখল নিতে আসে। জায়গাটি জোর পূর্বক দখল করে এখানে দেয়াল নির্মাণের চেষ্টা চালায় আবুল বাশার। বিভিন্ন সময় আবুল বাশার কে এলাকার শালিশ কারকদের নিয়ে মিমাংসার চেষ্টা করেও সমাধান করা সম্ভব হয় নি।
এরপর বাধ্য হয়ে কামরুল হোসেন আদালতের দারস্থ হলে আদালত গত ০১ ডিসেম্বর জায়গায়টির ওপর নিষেধাজ্ঞা জারি করে।
এই বিষয়ে জানতে চাইলে আবুল বাশার বলেন, খরিদ সূত্রে এই জায়গার মালিক আমি কামরুল না।
গত শুক্রবার সদর মডেল থানার উপ পরিদর্শক মোঃ লেবু মিয়া সংগীয় ফোর্স আদালতের নিষেধাজ্ঞা নিয়ে ঘটনা স্থলে এসে কাজ করতে থাকা নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধ করে নিষেধাজ্ঞা দিয়ে যান। আগামী ২৬ জানুয়ারি মধ্যে উভয় পক্ষের সাথে বসে বিষয়টি নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।