
মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রাজধানীর শ্যামলী সিনেমা হলের পাশের ২০তলা রূপায়ণ শেলফোর্ড ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রাতে আগুন নিয়ন্ত্রণের পর সংস্থাটির পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। তবে আগুনে ১৯তলায় সবচেয়ে বেশি ক্ষতি হয় বলে জানান তিনি।আগুন নিয়ন্ত্রণের পর ওই ফ্লোর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের পরিচালক আরও জানান, ভবনে ফায়ার এক্সটিংগুইশার ছাড়া অন্য কোনো অগ্নিনির্বাপক যন্ত্র কাজ করেনি। পানি রিজার্ভ থাকলেও পয়েন্টগুলো অকার্যকর ছিল বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
আগুন লাগার পর ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, ঘটনার খবর পেয়ে ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট সেখানে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, র্যাব, আনসার ও ভলান্টিয়াররাও সেখানে উদ্ধার কাজে সহায়তা করছেন।