
তৌহিদুল ইসলাম কনক
বিদ্যুৎ চলে গেল
কি করিযে গরমে,
জামা প্যান্ট খুলবো কি
কি করি শরমে।
তাড়াতাড়ি ছাদে উঠে
চাঁদ দেখি আকাশে
রূপালী আলো দেখে
ভরে যাবে বাতাসে।
বিদ্যুৎ কেন নাই
সে কথা জানিনা
বিদ্যুৎ বিল মাসে
দেয়াটাকে মানিনা।
তৌহিদুল ইসলাম কনক
বিদ্যুৎ চলে গেল
কি করিযে গরমে,
জামা প্যান্ট খুলবো কি
কি করি শরমে।
তাড়াতাড়ি ছাদে উঠে
চাঁদ দেখি আকাশে
রূপালী আলো দেখে
ভরে যাবে বাতাসে।
বিদ্যুৎ কেন নাই
সে কথা জানিনা
বিদ্যুৎ বিল মাসে
দেয়াটাকে মানিনা।