ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যা: ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি Logo মায়ানমারগামী বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ১৫ জন পাচারকারী আটক Logo চাঁদপুরের মোহনপুরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ সদস্য আটক Logo সুন্দরবনে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ দুলাভাই বাহিনীর সদস্য আটক Logo বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত Logo টেকনাফে ইয়াবাসহ মাদক পাচারকারিকে আটক Logo সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার Logo কুয়াংতোং পরিদর্শনে সি চিন পিং : সংস্কার ও উন্মুক্তকরণে নতুন গতি আনতে হবে Logo চীন-জর্জিয়া কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী হচ্ছে : জর্জিয়ার প্রধানমন্ত্রী Logo কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী

দাদা আর নেই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

দাদা একদিন বলছিলো যে এই সমাজ রাজনীতিকে একটি ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে তাই এই সমাজ ভাবে রাজনীতি করা মানেই এমপি মন্ত্রী হওয়া আর এর বাইরে অন্য কিছু ভাবা মানেই সে ঘর ছাড়া ও ঘর ভাংগা নেতা ……… এ সমাজের রাজনীতি বদলানোর কাজ তোমাদের করা উচিত ।
দাদার এই বিদায় সংবাদ শুনে বুকের মধ্যে এমন একটি সুক্ষ চাপ অনুভব করলাম যে- একজন রাজনৈতিক কর্মী হিসেবে অন্য এক আকাশ সমান হৃদয় দিয়ে মোড়ানো এই মানুষটির প্রস্থান শূন্য করা ঘর গূলো আরো শূন্যতায় রেখে নতুন নতুন যে বাতাস বইছে এই ধরায় তা তার রেখে যাওয়া সব ধ্যান ধারনা প্রত্যাশাকে ছিটকে নিয়ে যাবে কোনো এক অজানা গন্তব্যে ।
হয়তো শান্তনা নিয়ে বিদায় হননি তিনি কিন্তু এই লুটতরাজ আর নষ্টামির এই নোংড়া জলে খেলতে নেমে চরিত্রে কালিমা লাগার ভয় না পাওয়া লক্ষ কোটি রাজনৈতিক কর্মীদের যে বাঁধ ভাংগা জোয়াড ও সেই সাথে এ যে বাতাস বইছে তা দাদা আমি দিব্যি বলতে চাই সহজে আপাতত থামবে না ।
আমাদের এই জেনারেশন না করেছে লড়াই , না মুক্তিযুদ্ধ , না কোনো নতুন যুগের সূচনার বিপলবী চিন্তা মাথায় – শুধু পরের উপর , দলের উপর ভর করা নেতার পাল সাগরে শুধু জাল বিছিয়ে আছে মাছ ধরার ধান্ধায় ।

দাদার মৃত্যুর এই ক্ষনে এতো কথার ইতিবৃত্ত রচনায় শুধু চোখের জল জল করা জলকনা যাতে বের না হয়ে আসে তাই লিখে শোধ নিচ্ছি নিজের সাথে নিজে যে দাদার শেষ বেলায় কোনো খবর নিতে পারি নি ।

উনার আত্মার মাগফেরাত কামনা করি এবং সেই সাথে আমার দু চারজন যারা ফেইসবুক বন্ধু তাদের জানাতে চাই দাদাকে আমি অনেক পছন্দ করতাম ও ভালোবাসতাম । সবাই উনার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন ।

-গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালির ফেইসবুক ওয়াল থেকে নেয়া

ট্যাগস
আপলোডকারীর তথ্য

বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যা: ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি

SBN

SBN

দাদা আর নেই

আপডেট সময় ০৮:৪২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

দাদা একদিন বলছিলো যে এই সমাজ রাজনীতিকে একটি ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে তাই এই সমাজ ভাবে রাজনীতি করা মানেই এমপি মন্ত্রী হওয়া আর এর বাইরে অন্য কিছু ভাবা মানেই সে ঘর ছাড়া ও ঘর ভাংগা নেতা ……… এ সমাজের রাজনীতি বদলানোর কাজ তোমাদের করা উচিত ।
দাদার এই বিদায় সংবাদ শুনে বুকের মধ্যে এমন একটি সুক্ষ চাপ অনুভব করলাম যে- একজন রাজনৈতিক কর্মী হিসেবে অন্য এক আকাশ সমান হৃদয় দিয়ে মোড়ানো এই মানুষটির প্রস্থান শূন্য করা ঘর গূলো আরো শূন্যতায় রেখে নতুন নতুন যে বাতাস বইছে এই ধরায় তা তার রেখে যাওয়া সব ধ্যান ধারনা প্রত্যাশাকে ছিটকে নিয়ে যাবে কোনো এক অজানা গন্তব্যে ।
হয়তো শান্তনা নিয়ে বিদায় হননি তিনি কিন্তু এই লুটতরাজ আর নষ্টামির এই নোংড়া জলে খেলতে নেমে চরিত্রে কালিমা লাগার ভয় না পাওয়া লক্ষ কোটি রাজনৈতিক কর্মীদের যে বাঁধ ভাংগা জোয়াড ও সেই সাথে এ যে বাতাস বইছে তা দাদা আমি দিব্যি বলতে চাই সহজে আপাতত থামবে না ।
আমাদের এই জেনারেশন না করেছে লড়াই , না মুক্তিযুদ্ধ , না কোনো নতুন যুগের সূচনার বিপলবী চিন্তা মাথায় – শুধু পরের উপর , দলের উপর ভর করা নেতার পাল সাগরে শুধু জাল বিছিয়ে আছে মাছ ধরার ধান্ধায় ।

দাদার মৃত্যুর এই ক্ষনে এতো কথার ইতিবৃত্ত রচনায় শুধু চোখের জল জল করা জলকনা যাতে বের না হয়ে আসে তাই লিখে শোধ নিচ্ছি নিজের সাথে নিজে যে দাদার শেষ বেলায় কোনো খবর নিতে পারি নি ।

উনার আত্মার মাগফেরাত কামনা করি এবং সেই সাথে আমার দু চারজন যারা ফেইসবুক বন্ধু তাদের জানাতে চাই দাদাকে আমি অনেক পছন্দ করতাম ও ভালোবাসতাম । সবাই উনার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন ।

-গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালির ফেইসবুক ওয়াল থেকে নেয়া