
মোহাম্মাদ সোহেল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গড়ারায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ জুন) দুপুরে টাঙ্গাইলের পৌর এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো- চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ এ-র যুগ্ন সাধারন সম্পাদক টাঙ্গাইল (২আসন) গোপালপুর ভূঞাপুর এ-র সংসদ সদস্য ছোট মনির, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন। জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি। যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসান সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যারে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রথম পর্যায়ে দেশের প্রতিটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার নির্মান করা হচ্ছে। পরবর্তীতে উপজেলা পর্যায়ের এ কার্যক্রম চালু করা হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























