ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

দেবিদ্বারে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে ২জন গুরুতর আহত

মো: সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কুমিল্লার দে‌বিদ্বার রাস্তার পানি নিষ্কাশনের বিরো‌ধের জের ধরে ছুরিকাঘাত ২জন আহত হওয়ার অভিযাগ পাওয়া গে‌ছে। ঘটনাটি ঘ‌টে‌ছে গতকাল বিকালে উপজেলার মোহনপুর সরকার বাড়ি‌তে। এই ঘটনায় গুরুতর আহত নিরব (১৬) ও আহত জাহানারা বগম (৫৫) কে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মে‌ডি‌কেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
থানায় অভিযো‌গ সূত্রে জানা যায়, মোহনপুর সরকার বাড়ী জামে মসজিদ যাতায়াতের রাস্তায় আব্দুস সালাম সরকারে ঘর থে‌কে পয়ঃনিষ্কাশনের পানি পড়ে রাস্তা কর্দমাক্ত ও নোংরা হয়ে থাকে। মুসল্লিদের ময়লা পানির উপর দিয়ে যাতায়াত কর‌তে হয় বিধায় গত কয়েক মাস ধরে পানির লাইন রাস্তার উপর থে‌কে সরি‌য়ে নেওয়ার জন্য আব্দুস সালাম সরকারকে এলাকাবাসী অনুরোধ করলেও সে রক্ষা ক‌রেনি। ফল বাড়ির লোকজন নিজে‌দের উদ্দ্যেগে পাইপ কি‌নে মাটির নিচ দিয়ে লাইন বসিয়ে নিচু জমির দিকে লাইন ঘুরিয়ে দিয়ে সমস্যাটির সমাধান করতে গে‌লে আব্দুস সালাম সরকার ঘর থে‌কে ছুড়ি নিয়ে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে নিরব (১৬) ও জাহানারা বেগম (৫৫) কে গুরুতর আহত করে। এসময় তাদের আর্তচিৎকার আস পাশের লোকজন ঘটনাস্থল থে‌কে উদ্ধার করে দেবিদ্বার সরকারি হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় অভিযুক্ত আব্দুস সালাম সরকার এলাকা ছে‌ড়ে পালিয়ে যায়।
আহত জাহানারা বেগম এর স্বামী মো: আবদুল কাইয়ুম বাদী হয় রোববার রা‌তে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দা‌য়ের করেন। এই ঘটনার সঠিক তদন্ত পূর্বক আসামীদের‌কে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্ঠি কামনা করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মোহনপুর গ্রামের জমি সংক্রান্ত বিরো‌ধের জের ধরে ছুরিকাঘাতে ২জন আহত হওয়ার ঘটনায় লিখিত অভিযাগ পে‌য়ে‌ছি। তদন্ত সা‌পেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

দেবিদ্বারে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে ২জন গুরুতর আহত

আপডেট সময় ১১:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

মো: সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কুমিল্লার দে‌বিদ্বার রাস্তার পানি নিষ্কাশনের বিরো‌ধের জের ধরে ছুরিকাঘাত ২জন আহত হওয়ার অভিযাগ পাওয়া গে‌ছে। ঘটনাটি ঘ‌টে‌ছে গতকাল বিকালে উপজেলার মোহনপুর সরকার বাড়ি‌তে। এই ঘটনায় গুরুতর আহত নিরব (১৬) ও আহত জাহানারা বগম (৫৫) কে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মে‌ডি‌কেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
থানায় অভিযো‌গ সূত্রে জানা যায়, মোহনপুর সরকার বাড়ী জামে মসজিদ যাতায়াতের রাস্তায় আব্দুস সালাম সরকারে ঘর থে‌কে পয়ঃনিষ্কাশনের পানি পড়ে রাস্তা কর্দমাক্ত ও নোংরা হয়ে থাকে। মুসল্লিদের ময়লা পানির উপর দিয়ে যাতায়াত কর‌তে হয় বিধায় গত কয়েক মাস ধরে পানির লাইন রাস্তার উপর থে‌কে সরি‌য়ে নেওয়ার জন্য আব্দুস সালাম সরকারকে এলাকাবাসী অনুরোধ করলেও সে রক্ষা ক‌রেনি। ফল বাড়ির লোকজন নিজে‌দের উদ্দ্যেগে পাইপ কি‌নে মাটির নিচ দিয়ে লাইন বসিয়ে নিচু জমির দিকে লাইন ঘুরিয়ে দিয়ে সমস্যাটির সমাধান করতে গে‌লে আব্দুস সালাম সরকার ঘর থে‌কে ছুড়ি নিয়ে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে নিরব (১৬) ও জাহানারা বেগম (৫৫) কে গুরুতর আহত করে। এসময় তাদের আর্তচিৎকার আস পাশের লোকজন ঘটনাস্থল থে‌কে উদ্ধার করে দেবিদ্বার সরকারি হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় অভিযুক্ত আব্দুস সালাম সরকার এলাকা ছে‌ড়ে পালিয়ে যায়।
আহত জাহানারা বেগম এর স্বামী মো: আবদুল কাইয়ুম বাদী হয় রোববার রা‌তে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দা‌য়ের করেন। এই ঘটনার সঠিক তদন্ত পূর্বক আসামীদের‌কে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্ঠি কামনা করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মোহনপুর গ্রামের জমি সংক্রান্ত বিরো‌ধের জের ধরে ছুরিকাঘাতে ২জন আহত হওয়ার ঘটনায় লিখিত অভিযাগ পে‌য়ে‌ছি। তদন্ত সা‌পেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।