ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ‎বরুড়ায় ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদককে সংবর্ধনা Logo খিলগাঁও থেকে নিখোঁজ তিনজন শিশু ফিরলো মায়ের কোলে Logo ‘সোনার সংসার’ শুধু একটি নাটক নয়— এটি এক আয়না Logo পায়েল বিশ্বাস এর কবিতা Logo পবায় প্রসবের পর মায়ের মৃত্যু, সন্তানের দায়িত্ব নিলেন চেয়ারম্যান Logo গাইবান্ধায় অনলাইন ক্যাসিনোর বিষাক্ত থাবা: ঋণে ডুবে পরিবার ছাড়ছে মানুষ Logo শিক্ষিকাকে শ্লীলতাহানি ও দাঁত ভাঙার ঘটনায় মানববন্ধন Logo ময়মনসিংহ -শেরপুর সীমান্তে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ Logo গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড

দেবিদ্বারে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে ২জন গুরুতর আহত

মো: সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কুমিল্লার দে‌বিদ্বার রাস্তার পানি নিষ্কাশনের বিরো‌ধের জের ধরে ছুরিকাঘাত ২জন আহত হওয়ার অভিযাগ পাওয়া গে‌ছে। ঘটনাটি ঘ‌টে‌ছে গতকাল বিকালে উপজেলার মোহনপুর সরকার বাড়ি‌তে। এই ঘটনায় গুরুতর আহত নিরব (১৬) ও আহত জাহানারা বগম (৫৫) কে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মে‌ডি‌কেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
থানায় অভিযো‌গ সূত্রে জানা যায়, মোহনপুর সরকার বাড়ী জামে মসজিদ যাতায়াতের রাস্তায় আব্দুস সালাম সরকারে ঘর থে‌কে পয়ঃনিষ্কাশনের পানি পড়ে রাস্তা কর্দমাক্ত ও নোংরা হয়ে থাকে। মুসল্লিদের ময়লা পানির উপর দিয়ে যাতায়াত কর‌তে হয় বিধায় গত কয়েক মাস ধরে পানির লাইন রাস্তার উপর থে‌কে সরি‌য়ে নেওয়ার জন্য আব্দুস সালাম সরকারকে এলাকাবাসী অনুরোধ করলেও সে রক্ষা ক‌রেনি। ফল বাড়ির লোকজন নিজে‌দের উদ্দ্যেগে পাইপ কি‌নে মাটির নিচ দিয়ে লাইন বসিয়ে নিচু জমির দিকে লাইন ঘুরিয়ে দিয়ে সমস্যাটির সমাধান করতে গে‌লে আব্দুস সালাম সরকার ঘর থে‌কে ছুড়ি নিয়ে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে নিরব (১৬) ও জাহানারা বেগম (৫৫) কে গুরুতর আহত করে। এসময় তাদের আর্তচিৎকার আস পাশের লোকজন ঘটনাস্থল থে‌কে উদ্ধার করে দেবিদ্বার সরকারি হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় অভিযুক্ত আব্দুস সালাম সরকার এলাকা ছে‌ড়ে পালিয়ে যায়।
আহত জাহানারা বেগম এর স্বামী মো: আবদুল কাইয়ুম বাদী হয় রোববার রা‌তে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দা‌য়ের করেন। এই ঘটনার সঠিক তদন্ত পূর্বক আসামীদের‌কে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্ঠি কামনা করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মোহনপুর গ্রামের জমি সংক্রান্ত বিরো‌ধের জের ধরে ছুরিকাঘাতে ২জন আহত হওয়ার ঘটনায় লিখিত অভিযাগ পে‌য়ে‌ছি। তদন্ত সা‌পেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

দেবিদ্বারে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে ২জন গুরুতর আহত

আপডেট সময় ১১:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

মো: সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কুমিল্লার দে‌বিদ্বার রাস্তার পানি নিষ্কাশনের বিরো‌ধের জের ধরে ছুরিকাঘাত ২জন আহত হওয়ার অভিযাগ পাওয়া গে‌ছে। ঘটনাটি ঘ‌টে‌ছে গতকাল বিকালে উপজেলার মোহনপুর সরকার বাড়ি‌তে। এই ঘটনায় গুরুতর আহত নিরব (১৬) ও আহত জাহানারা বগম (৫৫) কে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মে‌ডি‌কেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
থানায় অভিযো‌গ সূত্রে জানা যায়, মোহনপুর সরকার বাড়ী জামে মসজিদ যাতায়াতের রাস্তায় আব্দুস সালাম সরকারে ঘর থে‌কে পয়ঃনিষ্কাশনের পানি পড়ে রাস্তা কর্দমাক্ত ও নোংরা হয়ে থাকে। মুসল্লিদের ময়লা পানির উপর দিয়ে যাতায়াত কর‌তে হয় বিধায় গত কয়েক মাস ধরে পানির লাইন রাস্তার উপর থে‌কে সরি‌য়ে নেওয়ার জন্য আব্দুস সালাম সরকারকে এলাকাবাসী অনুরোধ করলেও সে রক্ষা ক‌রেনি। ফল বাড়ির লোকজন নিজে‌দের উদ্দ্যেগে পাইপ কি‌নে মাটির নিচ দিয়ে লাইন বসিয়ে নিচু জমির দিকে লাইন ঘুরিয়ে দিয়ে সমস্যাটির সমাধান করতে গে‌লে আব্দুস সালাম সরকার ঘর থে‌কে ছুড়ি নিয়ে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে নিরব (১৬) ও জাহানারা বেগম (৫৫) কে গুরুতর আহত করে। এসময় তাদের আর্তচিৎকার আস পাশের লোকজন ঘটনাস্থল থে‌কে উদ্ধার করে দেবিদ্বার সরকারি হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় অভিযুক্ত আব্দুস সালাম সরকার এলাকা ছে‌ড়ে পালিয়ে যায়।
আহত জাহানারা বেগম এর স্বামী মো: আবদুল কাইয়ুম বাদী হয় রোববার রা‌তে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দা‌য়ের করেন। এই ঘটনার সঠিক তদন্ত পূর্বক আসামীদের‌কে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্ঠি কামনা করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মোহনপুর গ্রামের জমি সংক্রান্ত বিরো‌ধের জের ধরে ছুরিকাঘাতে ২জন আহত হওয়ার ঘটনায় লিখিত অভিযাগ পে‌য়ে‌ছি। তদন্ত সা‌পেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।