
ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জে ”সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়নে করনীয়” বিষয়ে এক সেমিনার অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ড্থ। সেমিনারে শুরুতেই ভিডিও চিত্র প্রদর্শন করে সরকারের সুবিধাভোগী বিভিন্ন ভাতার বিষয়ে আলোকপাত করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি জানান, সরকার দেশের মানুষের জন্য ৫৬ টি সেবা ভাতা প্রদান করে আসছে। এ সেবাসমুহ সুষ্টভাবে বন্টন নিশ্চিতেই সেমিনারের আয়োজন করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে সেমিনারে বিভিন্ন বিষয়ে আলোচনার উপর অংশ নিয়ে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউ পি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, আলাউদ্দিন আল আজাদ, আজিজুল খাঁ, পৌরসভার মহিলা কাউন্সিলর শামসুন্নাহার বিনা ও সাংবাদিক আরিফ মোল্ল্যা প্রমুখ। সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার সেচ্ছাসেবী সংগঠন, মহিলা সমিতি ও কষক প্রতিনিধি সহ উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তাগন অংশ নেয়।