শাহিন আলম আশিক দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কবলে থাকা ‘উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি শুক্রবার আনুমানিক দুপুর ২:৩০ মিনিটে স্থানীয়দের সহযোগিতায় পুনরুদ্ধার করেছেন ফ্যাক্টরিটির সিইও জনাব বোরহানউদ্দিন। তবে ফ্যাক্টরিতে প্রবেশের পর থেকেই তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। দখলদারদের হুমকি ও হামলার আশঙ্কা: অভিযোগ রয়েছে, ফ্যাক্টরিটি পুনরুদ্ধারের পরপরই দখলদার চক্রটি পুনরায় সংঘবদ্ধ হয়ে ফ্যাক্টরির আশেপাশে অবস্থান নিয়েছে। তারা সিইও বোরহানউদ্দিনকে প্রাণনাশের হুমকিসহ যেকোনো মুহূর্তে বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছে। চুক্তিভঙ্গ ও টি-বোর্ডের নির্দেশ অমান্য: জানা যায়, ফ্যাক্টরিটি মিস্টার রাকিব, মিস্টার রনি শীল এবং মিস্টার আনসারুল হক (দুলাল মাস্টার)-এর কাছে তিন বছরের চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে পারস্পরিক দ্বন্দের জেরে তারা স্বেচ্ছায় চুক্তি বাতিল করেন। এরপরও ফ্যাক্টরিটি বুঝিয়ে না দিয়ে টি-বোর্ডের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক দখলে রাখা হয় এবং অবৈধভাবে কার্যক্রম চালানো হয়। পুলিশি অসহযোগিতার অভিযোগ: সিইও বোরহানউদ্দিন জানান, তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানার ওসি র সাথে একাধিক বার যোগাযোগ করেছেন। জরুরি সেবা ৯৯৯-এ বারবার ফোন করার পরও স্থানীয় থানা থেকে কোনো পুলিশ পাঠানো হয়নি। ওসি মহোদয় পুলিশ পাঠানোর আশ্বাস দিলেও,, ১২/১২/২০২৫ইং রাত ১১:৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে কোনো পুলিশি সহায়তা পৌঁছায়নি। বর্তমানে সিইও বোরহানউদ্দিন অবরুদ্ধ অবস্থায় চরম নিরাপত্তাহীনতার মধ্যে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।