মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার
টাংগাইল সদর জালফৈ বাইপাসের শনিবার সকাল ৯:৩০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত নামা বাসের চাপায় সৌরভ নামের এক সি এন জি চালকের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচরে যায়।
সার্জেন্ট সৈকত বলেন, আমি ঘটনাস্থলে এসে দেখি সিএনজিটি দুমড়ে মুচরে আছে, যাএী ড্রাইভার দুজনই টাংগাইল সদর পাইকারী বাজার থেকে কয়েকটি চাউলের বস্তা ও মালামাল নিয়ে করটিয়া যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।
সি এন জির ড্রাইভার সৌরভ সাথে সাথেই মারা যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হসপিটালে নেওয়া হয়।
গাড়িতে থাকা যাত্রী প্রদীপের অবস্থা আশঙ্কাজনক। তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘাতক অজ্ঞাত নামা বাস ড্রাইভারকে ধরার চেষ্টা চলছে। সিএনজির ড্রাইভার সৌরভের বাড়ি পাথাইল কান্দির কালিহাতি। তবে সে টাংগাইল সদর করটিয়ায় বাসা ভাড়া থাকেন।