ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার সহ আটক ৩ Logo হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ Logo পাবনা-২ আসনে প্রার্থিতা ফেরত পেতে ডলি সায়ন্তনীর আপিল Logo নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগে ফেনী-১ আসনের আ.লীগ প্রার্থীকে তলব Logo সুন্দরগঞ্জে বোরো বীজ ও সার বিতরণ Logo গুলশানের নিধি ট্রেড ইন্টারন্যাশনালকে ৪ লাখ টাকা জরিমানা Logo সিংড়ায় মেয়রের গাড়ি, ২টি অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন আগুনে Logo ২৮ অক্টোবর থেকে সারা দেশে ২৫৩টি স্থানে আগুন দেয় দুর্বৃত্তরা Logo কিউবার প্রধানমন্ত্রী সফর চীন-কিউবার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে Logo বেলারুশ-চীন সর্বজনীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের বিকাশ ঘটাবে; লুকাশেঙ্কো

কোমরে পিস্তল রাখায় খলিল চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চাইল প্রশাসন

কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান খলিলুর রহমানকে লাইসেন্স করা পিস্তল প্রদর্শন করায় জেলা প্রশাসন থেকে ব্যাখ্যা চেয়ে সোমবার চিঠি দেওয়া হয়েছে।

গত শনিবার খলিলুরের কোমরে পিস্তল থাকার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দৈনিক মুক্তির লড়াই পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান তাঁর নিজ বাড়িতে ৩ ফেব্রুয়ারি আগত দুই মেহমানকে ফুল দিয়ে বরণ করে নেন। ওই সময় চেয়ারম্যানের প্যান্টের মধ্যে পিস্তলটি আটকানো ছিল। ওই ঘটনার ১৫ দিন পর গত শনিবার সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘আমি গত বছরের নভেম্বর মাসে জেলা প্রশাসকের কাছ থেকে পিস্তলের লাইসেন্স নিয়েছি। পিস্তলের নবায়ন করা হয়েছে। এটি লাইসেন্স করা পিস্তল। এতে ১৬টি গুলি ছিল। ৩ ফেব্রুয়ারি আমার বাসায় মেহমান আসে। আমি তাঁদের ফুল দিয়ে বরণ করে নিই। ওই সময় পিস্তলটি কোমরে রাখি। এটি প্রদর্শন করার জন্য রাখিনি। এটা কোনো অনুষ্ঠানে করিনি। আমার বাড়িতে করেছি। রাজনীতি করার কারণে একটি পক্ষ আমার বিরুদ্ধে এটা নিয়ে ষড়যন্ত্র করছে। বলা আছে আমি পিস্তল ব্যবহার ও বহন করতে পারব। কিন্তু এটা নিয়ে এত কিছু হচ্ছে। পিস্তল এভাবে প্রদর্শন করা যে ঠিক নয়, তা আমি জানতাম না।’

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘লাইসেন্স করা হলেও পিস্তল এভাবে প্রদর্শন করা ঠিক হয়নি। ওই চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাঁর ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী বিস্তারিত জানা যাবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার সহ আটক ৩

কোমরে পিস্তল রাখায় খলিল চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চাইল প্রশাসন

আপডেট সময় ০৫:৫৫:১১ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান খলিলুর রহমানকে লাইসেন্স করা পিস্তল প্রদর্শন করায় জেলা প্রশাসন থেকে ব্যাখ্যা চেয়ে সোমবার চিঠি দেওয়া হয়েছে।

গত শনিবার খলিলুরের কোমরে পিস্তল থাকার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দৈনিক মুক্তির লড়াই পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান তাঁর নিজ বাড়িতে ৩ ফেব্রুয়ারি আগত দুই মেহমানকে ফুল দিয়ে বরণ করে নেন। ওই সময় চেয়ারম্যানের প্যান্টের মধ্যে পিস্তলটি আটকানো ছিল। ওই ঘটনার ১৫ দিন পর গত শনিবার সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘আমি গত বছরের নভেম্বর মাসে জেলা প্রশাসকের কাছ থেকে পিস্তলের লাইসেন্স নিয়েছি। পিস্তলের নবায়ন করা হয়েছে। এটি লাইসেন্স করা পিস্তল। এতে ১৬টি গুলি ছিল। ৩ ফেব্রুয়ারি আমার বাসায় মেহমান আসে। আমি তাঁদের ফুল দিয়ে বরণ করে নিই। ওই সময় পিস্তলটি কোমরে রাখি। এটি প্রদর্শন করার জন্য রাখিনি। এটা কোনো অনুষ্ঠানে করিনি। আমার বাড়িতে করেছি। রাজনীতি করার কারণে একটি পক্ষ আমার বিরুদ্ধে এটা নিয়ে ষড়যন্ত্র করছে। বলা আছে আমি পিস্তল ব্যবহার ও বহন করতে পারব। কিন্তু এটা নিয়ে এত কিছু হচ্ছে। পিস্তল এভাবে প্রদর্শন করা যে ঠিক নয়, তা আমি জানতাম না।’

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘লাইসেন্স করা হলেও পিস্তল এভাবে প্রদর্শন করা ঠিক হয়নি। ওই চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাঁর ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী বিস্তারিত জানা যাবে।’