ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচংয়ে আলোচিত কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি Logo নীলফামারীতে দমকা হাওয়া ও বৃষ্টিতে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ায় হতাশ কৃষকরা Logo ঝালকাঠি সদরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ Logo চর্যাপদ সাহিত্য একাডেমির গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত Logo মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে ৯ পাচারকারী আটক Logo মায়ানমার হতে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে ১১ জন পাচারকারীকে আটক Logo শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান চীনের প্রতিরক্ষামন্ত্রীর Logo ‘এপেক পুত্রজায়া ভিশন ২০৪০’– আঞ্চলিক সমৃদ্ধির রোডম্যাপ:পেড্রোসা Logo ডিজিটাল ও সবুজ রূপান্তরে এশিয়া-প্রশান্ত অঞ্চলের নেতৃত্ব দিতে চায় চীন Logo অযৌক্তিক দাবিতে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান ধর্ম উপদেষ্টার

তোমার অপেক্ষায় আছি…সেন্টু রঞ্জন চক্রবর্তী

আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অনেকদিন ধরে তোমার অপেক্ষায় আছি,
কতকাল গেলো তোমাকে দেখিনা
তোমার চুলের চেনা মাতাল করা সৌরভও আমি আর বাতাসে খুঁজে পাইনা,
তোমাকে দেখবো বলে আমি পাহাড়ের চূড়ায় অধীর হয়ে আছি
তুমি মেঘ হয়ে আপন মাধুরী দিয়ে আমাকে একবার ছুঁয়ে যেও।

প্রতিদিন গোধূলি নেমে এলে দিবসের সূর্য্যটা পশ্চিমে হারিয়ে যায় রাতের অন্ধকারে,
চাঁদ তারারা অকৃপণ আলোর রোশনাই পাঠায়,
আমি অবাক বিস্ময়ে হাত বাড়িয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকি তোমাকে দেখবো বলে,
অন্তরে বিষন্নতার তানপুরা বেজে উঠে
শুকনো পাতার মর্মর শুনে আৎকে উঠি
তুমি এলে বলে ভুল করি।

যতদূর চোখ যায়
তাকিয়ে তোমার অপেক্ষায় থাকি
খুঁজি তোমাকেই,
একসময় আকাশটা বিবর্ণ হয়ে উঠে
ঘনো কুয়াশাগুলি কাঁচের মতো প্রাচীর গড়ে তুলে চোখের সম্মুখে,
তুমি এসে একবার ছুঁয়ে যাবে
সে অপেক্ষায় আছি বন্ধু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে।

(Agartala 23/11/22)

আপলোডকারীর তথ্য

বুড়িচংয়ে আলোচিত কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

SBN

SBN

তোমার অপেক্ষায় আছি…সেন্টু রঞ্জন চক্রবর্তী

আপডেট সময় ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২

আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অনেকদিন ধরে তোমার অপেক্ষায় আছি,
কতকাল গেলো তোমাকে দেখিনা
তোমার চুলের চেনা মাতাল করা সৌরভও আমি আর বাতাসে খুঁজে পাইনা,
তোমাকে দেখবো বলে আমি পাহাড়ের চূড়ায় অধীর হয়ে আছি
তুমি মেঘ হয়ে আপন মাধুরী দিয়ে আমাকে একবার ছুঁয়ে যেও।

প্রতিদিন গোধূলি নেমে এলে দিবসের সূর্য্যটা পশ্চিমে হারিয়ে যায় রাতের অন্ধকারে,
চাঁদ তারারা অকৃপণ আলোর রোশনাই পাঠায়,
আমি অবাক বিস্ময়ে হাত বাড়িয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকি তোমাকে দেখবো বলে,
অন্তরে বিষন্নতার তানপুরা বেজে উঠে
শুকনো পাতার মর্মর শুনে আৎকে উঠি
তুমি এলে বলে ভুল করি।

যতদূর চোখ যায়
তাকিয়ে তোমার অপেক্ষায় থাকি
খুঁজি তোমাকেই,
একসময় আকাশটা বিবর্ণ হয়ে উঠে
ঘনো কুয়াশাগুলি কাঁচের মতো প্রাচীর গড়ে তুলে চোখের সম্মুখে,
তুমি এসে একবার ছুঁয়ে যাবে
সে অপেক্ষায় আছি বন্ধু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে।

(Agartala 23/11/22)