ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওবায়দুল কাদের আমার বাসায় না এসে বিদেদেশ পালিয়েছে : মির্জা ফখরুল Logo খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবকের মৃত্যু Logo খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দুদের সাথে সাংবাদিকদের মতবিনিময় Logo সিএমজি’র ‘রিটেন ইন দ্য স্কাই: মাই চায়না স্টোরি’ কার্যক্রম Logo দক্ষিণ চীন সাগরে উস্কানির পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে Logo সিলেটের গোয়াইনঘাট রাতারগুল হারাচ্ছে পর্যটন আকর্ষণ Logo কৃষি ও গ্রামীণ এলাকার উন্নয়নে চীন অনেক দেশের জন্য অনুকরণীয় Logo চীনা দ্রব্যে মার্কিন শুল্কারোপের পিছনে রাজনৈতিক অর্থ খুবই সুস্পষ্ট Logo মেধাবীরা কেন সাংবাদিকতা ছাড়ছেন Logo খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল

দই চিড়া দিয়ে শুরু হোক ইফতার

গরমের ঠাণ্ডা সমাধান দই চিড়া। সারাদিনের রোজার পর শরীরের কোষগুলো উজ্জীবিত করে দই। এর ফলে হজম সহজ হয় এবং পেটে গ্যাস হয় না। অন্যদিকে চিড়ার শর্করা শরীর ঠাণ্ডা রাখে এবং শক্তি সরবরাহ করে। এক্ষেত্রে মিষ্টি দইয়ের চেয়ে টক দই বেশি ভালো হবে।ইফতারের শুরুতে দই চিড়া খেলে বদহজম ও পেট জ্বালা প্রতিরোধ করা সম্ভব। এজন্য অনেকেই ইফতারে দই চিড়া খেয়ে থাকেন। তবে গতানুগতিক দই চিড়ার স্বাদ একঘেয়ামি মনে হলে ট্রাই করতে পারেন এই রেসিপি।

উপকরণ-

টক দই (২ কাপ), চিড়া (১/২ কাপ), পাকা কলা (স্কয়ার করে কাটা ১টি), পাকা আম (স্কয়ার করে কাটা ১টি), নারকেল কোরানো (১/২ কাপ), লেবুর রস (১/২ চা-চামচ), লবণ (না হলেও চলবে), মাওয়া (১ টেবিল চামচ), এলাচি গুড়া (১/৪ চা চামচ), কিশমিশ (১ টেবিল চামচ)।

প্রস্তুত প্রণালী-
প্রথমে চিড়া ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর বাটিতে টকদই, চিনি ও লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। ফেটানো দইয়ে চিড়া মেখে ফ্রিজে রাখুন। এক ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে নারকেল মিশিয়ে আবার ফ্রিজে রাখতে হবে।
খাওয়ার কিছুক্ষণ আগে আম, কলা, এলাচি গুঁড়া ও কিশমিশ ভালভাবে মিশিয়ে নিতে হবে। সবার শেষে মাওয়া ছিটিয়ে উপভোগ করুন ঠাণ্ডা দই চিড়া।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওবায়দুল কাদের আমার বাসায় না এসে বিদেদেশ পালিয়েছে : মির্জা ফখরুল

SBN

SBN

দই চিড়া দিয়ে শুরু হোক ইফতার

আপডেট সময় ০২:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

গরমের ঠাণ্ডা সমাধান দই চিড়া। সারাদিনের রোজার পর শরীরের কোষগুলো উজ্জীবিত করে দই। এর ফলে হজম সহজ হয় এবং পেটে গ্যাস হয় না। অন্যদিকে চিড়ার শর্করা শরীর ঠাণ্ডা রাখে এবং শক্তি সরবরাহ করে। এক্ষেত্রে মিষ্টি দইয়ের চেয়ে টক দই বেশি ভালো হবে।ইফতারের শুরুতে দই চিড়া খেলে বদহজম ও পেট জ্বালা প্রতিরোধ করা সম্ভব। এজন্য অনেকেই ইফতারে দই চিড়া খেয়ে থাকেন। তবে গতানুগতিক দই চিড়ার স্বাদ একঘেয়ামি মনে হলে ট্রাই করতে পারেন এই রেসিপি।

উপকরণ-

টক দই (২ কাপ), চিড়া (১/২ কাপ), পাকা কলা (স্কয়ার করে কাটা ১টি), পাকা আম (স্কয়ার করে কাটা ১টি), নারকেল কোরানো (১/২ কাপ), লেবুর রস (১/২ চা-চামচ), লবণ (না হলেও চলবে), মাওয়া (১ টেবিল চামচ), এলাচি গুড়া (১/৪ চা চামচ), কিশমিশ (১ টেবিল চামচ)।

প্রস্তুত প্রণালী-
প্রথমে চিড়া ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর বাটিতে টকদই, চিনি ও লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। ফেটানো দইয়ে চিড়া মেখে ফ্রিজে রাখুন। এক ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে নারকেল মিশিয়ে আবার ফ্রিজে রাখতে হবে।
খাওয়ার কিছুক্ষণ আগে আম, কলা, এলাচি গুঁড়া ও কিশমিশ ভালভাবে মিশিয়ে নিতে হবে। সবার শেষে মাওয়া ছিটিয়ে উপভোগ করুন ঠাণ্ডা দই চিড়া।