ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘এক বিশ্ব, এক পরিবার’ শীর্ষক সুন্দর দৃষ্টিভঙ্গি, ‘বেল্ট অ্যান্ড রোড’ Logo চীনের বক্স অফিস আয়ের ঐতিহাসিক রেকর্ড Logo ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত করবে Logo ২০২৪ সালে চীনের পরিষেবা শিল্প দ্রুত উন্নয়ন হয়েছে Logo গুলশানে স্পা বাণিজ্যের জোরালো সিন্ডিকেট বিশেষ প্রতিনিধি Logo গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফ্রিল্যান্সার সামিট উদ্বোধন Logo পলাশবাড়ীতে অবৈধভাবে রাস্তার গাছ কর্তনের অভিযোগে দুই যুবক কারাগারে Logo খুলনায় পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসীসহ আটক-৪ Logo ঝিনাইগাতীতে দুই সার ব্যবসায়ীকে আর্থিক জরিমানা Logo রূপসায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

যে কবিতার শিরোনাম নেই

  • কণা জাহিদ
  • আপডেট সময় ০৫:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

ভাতের লগে দেহা নাই ছালুন ছালুন করো,
দুক্কের মধ্যে হাত ধইরোনা এইখান থাইক্কা হরো।
বাপজান আমায় দিছে বিয়া দেইখা শিক্ষিত্ পোলা
এহন দেহি চাল চুলা নাই হাতে ভিক্ষার ঝোলা।
শিক্ষা দিয়া পেট ভরে না বেকারের নাই দাম
খুব তো তোমার বাপ দিছিলো বাপজানেরে পাম।

লক্ষ্ণীসোনা বউ;
এমন কইরা রাগ কইরো না মিষ্টি কতা কউ।
সত্তর টেহা চালের কেজি একশত বিশ ডাল
পিঁয়েজ মরিচ সোয়াবিন তেল এক লগে দেয় ফাল।
মাছ, গোশতো, সবজী, ডিমে শীতের দিনেও আগুন
ঘুষখোরদের পোয়াবারো চৈত্র মাসেও ফাগুণ।
বেকারত্বের অভিশাপে পরছি গলায় ফাঁস
চাকরী নিতে টেহা লাগে উঠছে নাভিশ্বাস।

*এই যে, বলি হুনো,
পাতি নেতায় নাম লেহায়ে হাজার টেহা গুনো।
কালা চশমা চোক্কে দিয়া পিস্তল লও হাতে,
অল্প দিনেই মাছ,গোশত লইবা তুমি পাতে।
খিদার জ্বালায় নিত্য দিনই দুইন্না আইন্ধার অয়
পোলা মাইয়ার কষ্ট দেইখ্যা কার পরাণে সয়?

*সাবধান বউ চুপ!
এমন কতা কইবি না আর মাতায় দিমু কুপ।
নীতির লগে হার মানি না গরীব আছি বেশ,
আমলা যারা খুব সুহে থাক্ এইডার আছে শেষ।
গাঁও গেরামে চইল্লা যামু করমু জমি চাষ,
চাকরীর আশা করমু না আর করছি যতই পাশ।
আমার মতন হাজার বেকার হা-হুতাশে মরে,
সোনার হরিণ কয়জনে পায়, কয়জনে পেট ভরে!
বন্ধ যেইদিন অইবো দেশে মামা ভাগ্নের খেলা
পূর্ণিমার চাঁন গিইল্লা খাইবো আইন্ধারের ঐ মেলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এক বিশ্ব, এক পরিবার’ শীর্ষক সুন্দর দৃষ্টিভঙ্গি, ‘বেল্ট অ্যান্ড রোড’

SBN

SBN

যে কবিতার শিরোনাম নেই

আপডেট সময় ০৫:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

ভাতের লগে দেহা নাই ছালুন ছালুন করো,
দুক্কের মধ্যে হাত ধইরোনা এইখান থাইক্কা হরো।
বাপজান আমায় দিছে বিয়া দেইখা শিক্ষিত্ পোলা
এহন দেহি চাল চুলা নাই হাতে ভিক্ষার ঝোলা।
শিক্ষা দিয়া পেট ভরে না বেকারের নাই দাম
খুব তো তোমার বাপ দিছিলো বাপজানেরে পাম।

লক্ষ্ণীসোনা বউ;
এমন কইরা রাগ কইরো না মিষ্টি কতা কউ।
সত্তর টেহা চালের কেজি একশত বিশ ডাল
পিঁয়েজ মরিচ সোয়াবিন তেল এক লগে দেয় ফাল।
মাছ, গোশতো, সবজী, ডিমে শীতের দিনেও আগুন
ঘুষখোরদের পোয়াবারো চৈত্র মাসেও ফাগুণ।
বেকারত্বের অভিশাপে পরছি গলায় ফাঁস
চাকরী নিতে টেহা লাগে উঠছে নাভিশ্বাস।

*এই যে, বলি হুনো,
পাতি নেতায় নাম লেহায়ে হাজার টেহা গুনো।
কালা চশমা চোক্কে দিয়া পিস্তল লও হাতে,
অল্প দিনেই মাছ,গোশত লইবা তুমি পাতে।
খিদার জ্বালায় নিত্য দিনই দুইন্না আইন্ধার অয়
পোলা মাইয়ার কষ্ট দেইখ্যা কার পরাণে সয়?

*সাবধান বউ চুপ!
এমন কতা কইবি না আর মাতায় দিমু কুপ।
নীতির লগে হার মানি না গরীব আছি বেশ,
আমলা যারা খুব সুহে থাক্ এইডার আছে শেষ।
গাঁও গেরামে চইল্লা যামু করমু জমি চাষ,
চাকরীর আশা করমু না আর করছি যতই পাশ।
আমার মতন হাজার বেকার হা-হুতাশে মরে,
সোনার হরিণ কয়জনে পায়, কয়জনে পেট ভরে!
বন্ধ যেইদিন অইবো দেশে মামা ভাগ্নের খেলা
পূর্ণিমার চাঁন গিইল্লা খাইবো আইন্ধারের ঐ মেলা।