ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অনলাইন ছুটি সিস্টেম এবং লোকেশন ট্র্যাকিং চালু প্রয়োজন Logo ব্রাহ্মণপাড়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব Logo পলাশবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo মহেশখালীতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ কুখ্যাত সন্ত্রাসী আটক Logo বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন উদ্ধার Logo মানবাধিকার পরিষদে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে চীন Logo চীন প্রতিষ্ঠার বার্ষিকীতে প্রেসিডেন্টের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা Logo জাতিসংঘভিত্তিক শান্তি ও উন্নয়ন স্বপ্ন বাস্তবায়নে বেইজিংয়ের প্রতিশ্রুতি Logo বর আসার আগেই বাড়িতে হাজির পুলিশসহ উপজেলা প্রশাসন Logo গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল বিভাগের ২ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আমি তোমার ছিলাম

আমি তোমার ছিলাম
জান্নাতুন নাঈম

জীবনের প্রথম আলিঙ্গনে
আমি তোমার ছিলাম ,
সকালের শুভ্র হাওয়ায় দোলাচলে
আমি তোমার ছিলাম।
দুপুরের খাঁ খাঁ রোদের তাণ্ডবে
আমি তোমার ছিলাম ,
বিকেলের শুভ্র হিমেল হাওয়ায়
আমি তোমার ছিলাম।
সন্ধ্যার অগ্নি ঝরা গ্রীষ্মের তাপদাহে
তখনও আমি তোমার ছিলাম,
বিষন্ন রাত্রির কুপের আলোতে
আমি তোমার ছিলাম।
জীবনের কঠিন আয়োজনে
আমি তোমার ছিলাম,
জীবনের প্রতিক্ষণে সুখে ও দুঃখে
আমি তোমার ছিলাম।
বৃষ্টি ভেজা সন্ধ্যায় সুখের স্মৃতিক্ষণে
আমি তোমার ছিলাম,
তোমার রিক্ত হস্ত দিনগুলোতে বন্ধুর ন্যায়
আমি তোমার ছিলাম।
তোমার জীবনের চরম বোকামির দন্ড হয়ে
আমি তোমার ছিলাম ,
ভালোবাসার আঙিনায় শুভ্রফুলের লতায়
আমি তোমার ছিলাম।
জীবনের বসন্ত বাতায়নে হিমেল হাওয়ায়
আমি তোমার ছিলাম ,
তোমার জীবনের প্রতি মুহূর্তের বেদনায়
আমি তোমার ছিলাম।
তোমার জীবনের লক্ষ্যপথে নিরাপত্তার ছায়া হয়ে
আমি তোমার ছিলাম ,
জীবনের অগ্নিঝরা কষ্টের দিনগুলোতে স্বপ্ন হয়ে
আমি তোমার ছিলাম।
তোমার প্রতি মুহুর্তের ছেলেমানুষি আচরণে
আমি তোমার ছিলাম ,
তোমার জীবনের কামনা বাসনার সন্ধীক্ষণে
আমি তোমার ছিলাম।
তোমার জীবনে বিনোদনের অনুষঙ্গ হয়ে
আমি তোমার ছিলাম,
অন্ধকারে ঢাকা রাত্রির চাদরে
আমি তোমার ছিলাম।
জীবনে একাকিত্বের চরম যন্ত্রণার পাশে
আমি তোমার ছিলাম ,
যখন তোমার কেউ ছিলনা পাশে
আমি তোমার ছিলাম।
তোমার নিজেকে হারিয়ে ফেলার দিনগুলোতে
আমি তোমার ছিলাম ,
তোমার জীবনের কঠিন পরিসমাপ্তিতে
আমি তোমার ছিলাম।
তোমার দম্ভের কালো নিবিড় অন্ধকারে
প্রেমিকা নয়,বন্ধু হয়ে পাশে ছিলাম
আমি তোমার থাকবো।
তোমাকে ভালোবেসে বিলিয়ে দিয়ে নয়
চিরন্তন অভ্যাসবশত মনের মায়ায়,
দূর থেকে দূরে, দৃষ্টির সীমানার বাহিরে
সমৃদ্ধির বাতাস বয়ে অলিখিত অগোচরে
শুভকামনায় আমি তোমার থাকবো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন ছুটি সিস্টেম এবং লোকেশন ট্র্যাকিং চালু প্রয়োজন

SBN

SBN

আমি তোমার ছিলাম

আপডেট সময় ১১:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

আমি তোমার ছিলাম
জান্নাতুন নাঈম

জীবনের প্রথম আলিঙ্গনে
আমি তোমার ছিলাম ,
সকালের শুভ্র হাওয়ায় দোলাচলে
আমি তোমার ছিলাম।
দুপুরের খাঁ খাঁ রোদের তাণ্ডবে
আমি তোমার ছিলাম ,
বিকেলের শুভ্র হিমেল হাওয়ায়
আমি তোমার ছিলাম।
সন্ধ্যার অগ্নি ঝরা গ্রীষ্মের তাপদাহে
তখনও আমি তোমার ছিলাম,
বিষন্ন রাত্রির কুপের আলোতে
আমি তোমার ছিলাম।
জীবনের কঠিন আয়োজনে
আমি তোমার ছিলাম,
জীবনের প্রতিক্ষণে সুখে ও দুঃখে
আমি তোমার ছিলাম।
বৃষ্টি ভেজা সন্ধ্যায় সুখের স্মৃতিক্ষণে
আমি তোমার ছিলাম,
তোমার রিক্ত হস্ত দিনগুলোতে বন্ধুর ন্যায়
আমি তোমার ছিলাম।
তোমার জীবনের চরম বোকামির দন্ড হয়ে
আমি তোমার ছিলাম ,
ভালোবাসার আঙিনায় শুভ্রফুলের লতায়
আমি তোমার ছিলাম।
জীবনের বসন্ত বাতায়নে হিমেল হাওয়ায়
আমি তোমার ছিলাম ,
তোমার জীবনের প্রতি মুহূর্তের বেদনায়
আমি তোমার ছিলাম।
তোমার জীবনের লক্ষ্যপথে নিরাপত্তার ছায়া হয়ে
আমি তোমার ছিলাম ,
জীবনের অগ্নিঝরা কষ্টের দিনগুলোতে স্বপ্ন হয়ে
আমি তোমার ছিলাম।
তোমার প্রতি মুহুর্তের ছেলেমানুষি আচরণে
আমি তোমার ছিলাম ,
তোমার জীবনের কামনা বাসনার সন্ধীক্ষণে
আমি তোমার ছিলাম।
তোমার জীবনে বিনোদনের অনুষঙ্গ হয়ে
আমি তোমার ছিলাম,
অন্ধকারে ঢাকা রাত্রির চাদরে
আমি তোমার ছিলাম।
জীবনে একাকিত্বের চরম যন্ত্রণার পাশে
আমি তোমার ছিলাম ,
যখন তোমার কেউ ছিলনা পাশে
আমি তোমার ছিলাম।
তোমার নিজেকে হারিয়ে ফেলার দিনগুলোতে
আমি তোমার ছিলাম ,
তোমার জীবনের কঠিন পরিসমাপ্তিতে
আমি তোমার ছিলাম।
তোমার দম্ভের কালো নিবিড় অন্ধকারে
প্রেমিকা নয়,বন্ধু হয়ে পাশে ছিলাম
আমি তোমার থাকবো।
তোমাকে ভালোবেসে বিলিয়ে দিয়ে নয়
চিরন্তন অভ্যাসবশত মনের মায়ায়,
দূর থেকে দূরে, দৃষ্টির সীমানার বাহিরে
সমৃদ্ধির বাতাস বয়ে অলিখিত অগোচরে
শুভকামনায় আমি তোমার থাকবো।