ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উদ্দেশ্য শুধু তুমি

উদ্দেশ্য শুধু তুমি
আয়েশা সিদ্দিকা হ্যাপি

সম্ভবত পড়েছিলে লাল জামা
দাঁড়িয়ে ছিলে শুধু আমার অপেক্ষায়।
কোন অভিযোগ ছাড়া
আমি চুপিচুপি সেদিন দেখেছি সিএনজির আয়নায়
প্রথম দিনের মতো মুগ্ধতা ছিল চোখে
প্রতিবারের মতো খাওয়ালে হাতে
যত্ন করে আলতো ভাবে ময়লা সরালে মাথা থেকে।

হ্যাঁ, স্বীকার করছি –
আবারও প্রেমে পড়েছি
এক চোখে কয়েক হাজার বার আসক্ত হয়েছি
বহুবার কান্না করেছি
তবুও প্রার্থনাই রেখেছি।
হ্যাঁ, স্বীকার করছি –
আমি ইবাদত করি
উদ্দেশ্য শুধু এক তুুমি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্য শুধু তুমি

আপডেট সময় ০৯:৩৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উদ্দেশ্য শুধু তুমি
আয়েশা সিদ্দিকা হ্যাপি

সম্ভবত পড়েছিলে লাল জামা
দাঁড়িয়ে ছিলে শুধু আমার অপেক্ষায়।
কোন অভিযোগ ছাড়া
আমি চুপিচুপি সেদিন দেখেছি সিএনজির আয়নায়
প্রথম দিনের মতো মুগ্ধতা ছিল চোখে
প্রতিবারের মতো খাওয়ালে হাতে
যত্ন করে আলতো ভাবে ময়লা সরালে মাথা থেকে।

হ্যাঁ, স্বীকার করছি –
আবারও প্রেমে পড়েছি
এক চোখে কয়েক হাজার বার আসক্ত হয়েছি
বহুবার কান্না করেছি
তবুও প্রার্থনাই রেখেছি।
হ্যাঁ, স্বীকার করছি –
আমি ইবাদত করি
উদ্দেশ্য শুধু এক তুুমি।