ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পবায় প্রসবের পর মায়ের মৃত্যু, সন্তানের দায়িত্ব নিলেন চেয়ারম্যান Logo গাইবান্ধায় অনলাইন ক্যাসিনোর বিষাক্ত থাবা: ঋণে ডুবে পরিবার ছাড়ছে মানুষ Logo শিক্ষিকাকে শ্লীলতাহানি ও দাঁত ভাঙার ঘটনায় মানববন্ধন Logo ময়মনসিংহ -শেরপুর সীমান্তে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ Logo গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড Logo চান্দিনায় গরুবাহী ট্রাক ছিনতাই; দুই থানায় ধাক্কা-ধাক্কি Logo প্রতিহিংসা নয় প্রতিযোগিতা, রাজনীতি হোক ঐক্য ভিত্তিক Logo ডানপন্থী উসকানির বিরুদ্ধে তদন্ত দাবি বেইজিংয়ের Logo তাইওয়ান নিয়ে জাপান সরকারের নীতি প্রশ্নবিদ্ধ Logo রাজশাহীর জজ পরিবারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে গাইবান্ধায় আইনজীবীদের মানববন্ধন

এ মৃত্যুপুরী আমার দেশ না…সেন্টু রঞ্জন চক্রবর্তী

এ মৃত্যুপুরী আমার দেশ না
রক্তস্রোতে গড়ে উঠা এ রক্তিম ভূমি
আমার না,
অভুক্ত শিশুর কান্নায় যে আকাশ ভারী হয়ে থাকে
সে আকাশ আমার নয়,
মানুষেরা যেখানে ধর্ম দিয়ে সমাজ ভাঙে, উঠুন ভাগ করে, মানচিত্রে দাগ কাটে
সে সমাজ ও মানচিত্র আমার না।

ষোড়শীরা যেখানে নিয়ত ধর্ষিতা হয়
সম্ভ্রম হারিয়ে নিঃস্ব হয় অবলীলায়,
যেখানে মায়ের কান্না থামেনা
নির্মমতা যেখানের সংস্কৃতি,
বিচারের বাণী যেখানে নিভৃতে কাঁদে
সে আমার দেশ হতে পারেনা।

মহান সংসদে গিয়ে যারা অমানুষ হয়ে যায়
সাধারণের কথা বেমালুম ভুলে গিয়ে শুয়োরের চরিত্র ধারণ করে
তারা যে দেশে বসবাস করে সেটি আমার দেশ না,
জনবর্জিত লুটেরার হাতে যখন রাষ্ট্রের পবিত্র পতাকা তুলে দেয়া হয়
তখন
আমি অপমানবোধ করি,
যারা সংবিধানে হাত রেখে অঙ্গীকার করেও অঙ্গীকার ভঙ্গ করে
তাদের গা ছুঁয়ে যে বাতাস আসে
আমি তা আমার শরীরে লাগাতে চাইনা।

( Agartala 28/11/22)

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবায় প্রসবের পর মায়ের মৃত্যু, সন্তানের দায়িত্ব নিলেন চেয়ারম্যান

SBN

SBN

এ মৃত্যুপুরী আমার দেশ না…সেন্টু রঞ্জন চক্রবর্তী

আপডেট সময় ১২:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

এ মৃত্যুপুরী আমার দেশ না
রক্তস্রোতে গড়ে উঠা এ রক্তিম ভূমি
আমার না,
অভুক্ত শিশুর কান্নায় যে আকাশ ভারী হয়ে থাকে
সে আকাশ আমার নয়,
মানুষেরা যেখানে ধর্ম দিয়ে সমাজ ভাঙে, উঠুন ভাগ করে, মানচিত্রে দাগ কাটে
সে সমাজ ও মানচিত্র আমার না।

ষোড়শীরা যেখানে নিয়ত ধর্ষিতা হয়
সম্ভ্রম হারিয়ে নিঃস্ব হয় অবলীলায়,
যেখানে মায়ের কান্না থামেনা
নির্মমতা যেখানের সংস্কৃতি,
বিচারের বাণী যেখানে নিভৃতে কাঁদে
সে আমার দেশ হতে পারেনা।

মহান সংসদে গিয়ে যারা অমানুষ হয়ে যায়
সাধারণের কথা বেমালুম ভুলে গিয়ে শুয়োরের চরিত্র ধারণ করে
তারা যে দেশে বসবাস করে সেটি আমার দেশ না,
জনবর্জিত লুটেরার হাতে যখন রাষ্ট্রের পবিত্র পতাকা তুলে দেয়া হয়
তখন
আমি অপমানবোধ করি,
যারা সংবিধানে হাত রেখে অঙ্গীকার করেও অঙ্গীকার ভঙ্গ করে
তাদের গা ছুঁয়ে যে বাতাস আসে
আমি তা আমার শরীরে লাগাতে চাইনা।

( Agartala 28/11/22)