ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চীনের প্রস্তাবিত ১ হাজার শর্য্যা বিশিষ্ট হাসপাতালটি স্থাপনের দাবি Logo গাইবান্ধায় বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ Logo আব্দুল মালেক মজুমদারকে পাওয়া যাচ্ছে না Logo শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইএসইউতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা Logo মানবাধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে “আমাদের আইন” এর শেরপুর জেলা কমিটি গঠিত Logo শেরপুরে ধান ক্ষেত থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার Logo বরুড়ায় তথ্য আপা’র উঠান বৈঠক Logo সুনামগঞ্জে বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস পালিত Logo গুলশানে র‍্যাবের ক্যাশিয়ার শাহ আলমের ইস্পায় গড়ে তুলেছে অপরাধের আখড়া Logo বুড়িচংয়ে বিভিন্ন স্থানে বৈশাখী মেলায় চলছে জুয়ার আসর

কর্মে নাহি লাজ

শেখ মোমতাজুল করিম শিপলু

বিষ দে মা, মরে বাঁচি
মরবোই যখন ভাতে,
বিষ পানে আত্মহনন করে
লাভ নেই কোনো তাতে।

চাকুরির বয়স চলে গেছে
অনেক আগেই আমার,
চেষ্টা করে যাও রে বাছা
বাকী আছে সময় তোমার।

কোথায় যাবো কী করিবো
শুন্য হাত যে আজ,
গায়ে আছে বল যে তোমার
কর্মে নাহি লাজ।

কে দেবে মা কর্ম আমায়
কোন কর্মই শিখিনি এবেলা,
কেউ দেবেনা কর্ম তোমায়
চালাও গিয়ে রিকশা ঠেলা।

এতো দামের রিকশা ঠেলা
কে দেবে তুলে হাতে?
লজ্জা ভয় পুষো না বাপ
ইমারতের শ্রমিক হও বাঁচতে।

না পারছি বইতে ঋণের বোঝা
অল্প আয়ে কি’বা হবে,
ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় তোমার
একদিন জীবন পাল্টে দেবে।

প্রাণ বাঁচালে মা গো তুমি
বাঁচালে মোর সংসার,
জীবন যুদ্ধে নেমে পড়
সময় না-ই যে আর।

আপলোডকারীর তথ্য

চীনের প্রস্তাবিত ১ হাজার শর্য্যা বিশিষ্ট হাসপাতালটি স্থাপনের দাবি

SBN

SBN

কর্মে নাহি লাজ

আপডেট সময় ০৪:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

শেখ মোমতাজুল করিম শিপলু

বিষ দে মা, মরে বাঁচি
মরবোই যখন ভাতে,
বিষ পানে আত্মহনন করে
লাভ নেই কোনো তাতে।

চাকুরির বয়স চলে গেছে
অনেক আগেই আমার,
চেষ্টা করে যাও রে বাছা
বাকী আছে সময় তোমার।

কোথায় যাবো কী করিবো
শুন্য হাত যে আজ,
গায়ে আছে বল যে তোমার
কর্মে নাহি লাজ।

কে দেবে মা কর্ম আমায়
কোন কর্মই শিখিনি এবেলা,
কেউ দেবেনা কর্ম তোমায়
চালাও গিয়ে রিকশা ঠেলা।

এতো দামের রিকশা ঠেলা
কে দেবে তুলে হাতে?
লজ্জা ভয় পুষো না বাপ
ইমারতের শ্রমিক হও বাঁচতে।

না পারছি বইতে ঋণের বোঝা
অল্প আয়ে কি’বা হবে,
ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় তোমার
একদিন জীবন পাল্টে দেবে।

প্রাণ বাঁচালে মা গো তুমি
বাঁচালে মোর সংসার,
জীবন যুদ্ধে নেমে পড়
সময় না-ই যে আর।